এবার ৩০০ রানে চোখ হায়দরাবাদের

Looks like you've blocked notifications!
ট্রাভিস হেড। ছবি : বিসিসিআই

ক্রিকেটের বিশ্বায়নকে তরাণ্বিত করছে টি-টোয়েন্টি সংস্করণ। মারকাটারি ব্যাটিং আর দুর্ধর্ষ বোলিং এই দুইয়ের মিশেলে প্রচণ্ড উপভোগ্য এক বিনোদন মাধ্যমে পরিণত হয়েছে টি-টোয়েন্টি ক্রিকেট। আর লিগটা যদি হয় আইপিএল, তবে তো কথাই নেই। চলতি আসরে দ্বিতীয়বারের মতো সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড গড়া সানরাইজার্স হায়দরাবাদের চোখ এবার ৩০০ রানে।

গতকাল সোমবার (১৫ এপ্রিল) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে রানের বন্যা বইয়ে রেকর্ড ২৮৭ রান করে হায়দারাবাদ। যা আইপিএল তো বটেই, টি-টোয়েন্টি ইতিহাসে দ্বিতীয় দলীয় সর্বোচ্চ রান। চলতি আসরেই মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ২৭৭ রান করে বেঙ্গালুরুর ১০ বছর পুরোনো ২৬৩ রানের রেকর্ড ভাঙে তারা। এবার নিজেদের রেকর্ডই ভাঙল দলটি।

৪১ বলে ১০২ রানের ঝড়ো ইনিংস খেলা হেড জানিয়েছেন তাদের পরবর্তী লক্ষ্য ৩০০ রান করা। ইনিংস বিরতিতে হেড জানান, ‘এরপর আমরা ৩০০ করতে চাই। আসলে এই ম্যাচে আমরা উপভোগ করার চেষ্টা করেছি। নিজেদের স্বভাবসুলভ ব্যাটিংটাই করেছি। আমরা চেষ্টা করেছি পাওয়ার-প্লেতে বেশি রান তুলে প্রতিপক্ষকে পিছিয়ে দেওয়া। সেই কাজে আমরা সফল হয়েছি।’

উল্লেখ্য, বেঙ্গালুরুতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৮৭ রান করেছে হায়দরাবাদ। দলের হয়ে সর্বোচ্চ ১০২ রান করেছেন ট্রাভিস হেড। তাছাড়া ৩১ বলে ৬৭ রান এসেছে হেনরিখ ক্লাসেনের ব্যাট থেকে।