পান্ডিয়ার বিশ্বকাপ ভাগ্য অনিশ্চিত!

Looks like you've blocked notifications!
হার্দিক পান্ডিয়ার ছবি তার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে নেওয়া

ভারতের অন্যতম কার্যকরী অলরাউন্ডার ভাবা হতো হার্দিক পান্ডিয়াকে। ভারতীয় ক্রিকেট দলে অটোচয়েজই ছিলেন বলা চলে। সম্প্রতি তার পারফরম্যান্স দিন দিন অবনতির দিকে যাচ্ছে। এতটাই যে, আগামী জুন থেকে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে অনিশ্চিত পান্ডিয়া। 

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে আজ মঙ্গলবার (১৬ এপ্রিল) প্রকাশিত প্রতিবেদন মতে, টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বৈঠকে বসেছিলেন ভারতের কোচ রাহুল দ্রাবিড়, অধিনায়ক রোহিত শর্মা ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রধান নির্বাচক অজিত আগারকার। তিনজনের কারও ভাবনাতেই নেই পান্ডিয়া।

চলমান আইপিএলে ছয় ম্যাচ খেলেছেন পান্ডিয়া। পেয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব। তবে, অলরাউন্ডার পান্ডিয়াকে দেখাই যায়নি এখন পর্যন্ত। ছয় ম্যাচে বল করেছেন চার ম্যাচে, কোনো সাফল্য পাননি। তার ব্যাট থেকে এসেছে ১৩১ রান। আইপিএলের এখনও অনেকটা পথ বাকি। আসরের মাঝপথেই হয়তো বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করবে বিসিসিআই।

পান্ডিয়ার মূল সমস্যা তার অফফর্ম। বিশ্বকাপে ভারত চায় একজন পরিপূর্ণ অলরাউন্ডার। যিনি ব্যাট হাতে জ্বলে উঠবেন প্রয়োজনের সময়, বল হাতে পূরণ করবেন চার ওভারের কোটা। আগের পান্ডিয়া হলে হয়তো ভাবতে হতো বিসিসিআইকে। কিন্তু, বর্তমানে কেবল ব্যাটার পান্ডিয়াকে দলে রাখার পক্ষে নেই নির্বাচক, কোচ ও অধিনায়কের কেউই।

ভারতের হয়ে ২০১৬ সালে টি-টোয়েন্টিতে অভিষিক্ত হন পান্ডিয়া। এখন পর্যন্ত খেলেছেন ৯২ ম্যাচ। ৭১ ম্যাচে ব্যাট করার সুযোগ পেয়ে করেছেন ১৩৪৮ রান। স্ট্রাইক রেট ১৩৯.৮৩, আছে তিনটি হাফসেঞ্চুরি। বল হাতে পান্ডিয়া নিয়েছেন ৭৩ উইকেট।