মেসিদের লিগে মাঠে অভিনয় করা ফুটবলারদের জন্য দুঃসংবাদ

Looks like you've blocked notifications!
লিওনেল মেসি। ছবি : এএফপি

সময়ের সঙ্গে নানা পরিবর্তন এসেছে ফুটবল খেলায়। মূলত ফুটবল ম্যাচকে আরও আকর্ষণীয় করে তুলতেই নানা সময়ে যোগ হয় নতুন সব প্রযুক্তি। সময় বাঁচাতে এবার তেমনই তিনটি নিয়ম যোগ হচ্ছে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে।

প্রথমটি, ১৫ সেকেন্ডের বেশি সময় মাঠে পড়ে থাকলে দুই মিনিটের বিরতি। যদি কোন খেলোয়াড় অভিনয় করে ১৫ সেকেন্ডের বেশি সময় মাঠে থাকেন বা সাধারণ চোটে ১৫ সেকেন্ডের বেশি পড়ে থাকেন তবে তাকে দুই মিনিট মাঠের বাইরে থাকতে হবে। অর্থাৎ তাকে মাঠের বাইরে চিকিৎসার জন্য নেওয়ার পর তাকে ফিরতে হবে দুই মিনিট পর। ইংলিশ প্রিমিয়ার লিগে এই নিয়ম চালু আছে।

১০ সেকেন্ডের মধ্যে বদলি খেলোয়াড়কে মাঠের বাইরে যেতে হবে। ফুটবল খেলায় খেলোয়াড় বদল খুবই স্বাভাবিক বিষয়। তবে খেলোয়াড় বদলির সময় ইচ্ছে করে সময় নষ্ট করতে দেখা যায় অনেক দলকে। তবে এমএলএস এর নতুন নিয়মে বদলি খেলোয়াড়কে ১০ সেকেন্ডের মধ্যে মাঠের বাইরে বের হতে হবে। অর্থাৎ, চতুর্থ ম্যাচ অফিসিয়াল কারও শার্ট নম্বর যখন ইলেক্ট্রনিক বোর্ডে দেখাবেন তার ১০ সেকেন্ডের মধ্যে কাছাকাছি থাকা টাচলাইন দিয়ে বের হয়ে যেতে হবে তাকে।

যদি ১০ সেকেন্ডের মধ্যে বদলি খেলোয়াড় টাচ লাইন দিয়ে মাঠের বাইরে বের হতে না পারেন তখন, শাস্তির ব্যবস্থা আছে। সেটি হলো বদলি হিসেবে মাঠে নামা খেলোয়াড়কে অন্তত এক মিনিট বা পরবর্তীতে খেলা স্টপ হওয়ার পর ঢুকতে হবে মাঠে।

তৃতীয় নিয়মটি হলো স্টেডিয়ামে ভিএআর ঘোষণা। বর্তমান ফুটবলে কঠিন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তির প্রয়োজনীয়তা অপরিসীম। এখন থেকে এমএলএস এ ভিএআর সিদ্ধান্তের পেছনের কারণ ম্যাচ চলাকালীন স্টেডিয়ামে দর্শকদের ব্যাখ্যা করা হবে। ভিএআর কর্মকর্তা আর রেফারির মধ্যে আলোচনা গোপনই থাকবে। শুধু সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করা হবে।

আগামী শনিবার (২০ এপ্রিল) থেকে চালু করা হবে নতুন তিনটি নিয়ম। তিন নিয়মের দুটিতে অবশ্য মেসি-সুয়ারেজরা সুবিধা পাবেন যদি সেটি প্রতিপক্ষ দলের খেলোয়াড়রা করেন। তাদের নিজেদের দলের খেলোয়াড়রা সেটি করলে উল্টো বিপদ বাড়বে ইন্টার মায়ামির।