সহজ লক্ষ্য কঠিন করে জিতল গুজরাট

Looks like you've blocked notifications!
পাঞ্জাব-গুজরাট ম্যাচের দৃশ্য। ছবি :এএফপি

প্রতিপক্ষের দেওয়া লক্ষ্য খুব বড় ছিল না। গুজরাটের ব্যাটাররা দেখেশুনে তাড়া করেছেন সেটি। কোনো ঝুঁকি না নিয়ে দলটি এগিয়েছে পাঞ্জাব বোলারদের দেখেশুনে। তবুও, ম্যচ জমিয়ে তুলেছিলেন পাঞ্জাবের বোলারা। ধৈর্য ধরে রাখতে পেরেছে গুজরাট। প্রাপ্তি হিসেবে ধরা দিয়েছে জয়। পাঞ্জাবকে তিন উইকেটে হারিয়েছে শুভমান গিলের দল।

আইপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে রোববার (২১ এপ্রিল) মুখোমুখি হয়েছে পাঞ্জাব কিংস ও গুজরাট টাইটান্স। আগে ব্যাট ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে পাঞ্জাব করে ১৪২ রান। জবাবে ১৯.১ ওভারে সাত উইকেট হারিয়ে ১৪৬ রান তোলে গুজরাট।

দলীয় ২৫ রানে ওপেনার ঋদ্ধিমান সাহাকে হারায় গুজরাট। ১১ বলে ১৩ রান আসে তার ব্যাট থেকে। দ্বিতীয় উইকেট জুটিতে অধিনায়ক গিল ও সাই সুদর্শন মিলে স্কোরবোর্ডে জমা করেন ৪১ রান। ২৯ বলে ৩৫ রান করে গিল আউট হলে জুটি ভাঙে।

গিলকে আউট করেন লিয়াম লিভিংস্টোন। পরবর্তীতে ৩৭ রানের মধ্যে চার উইকেট হারায় গুজরাট। তবে, গুজরাটকে ম্যাচে ফেরান রাহুল তেওয়াটিয়া। তার ১৮ বলে অপরাজিত ৩৬ রানের ইনিংসে ভর দিয়ে জয়ের বন্দরে নোঙর ফেলে গুজরাট।

পাঞ্জাবের পক্ষে হারশাল প্যাটেল তিনটি ও লিভিস্টোন নেন দুই উইকেট।

এর আগে ঘরের মাঠ মুলানপুর স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে পাঞ্জাব। ওপেনিংটা ভালোই করেন স্যাম কারান ও প্রভসিমরান মিলে। এই জুটিতে ৫.৩ ওভারে আসে ৫২ রান। ২১ বলে ৩৫ রানের ইনিংস খেলে মোহিত শর্মার শিকার হন সিমরান। ১৯ বলে ২০ রান করা কারানকে ফেরান রশিদ খান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি।

চার ওভারে ৩৩ রানে চার উইকেট নিয়ে পাঞ্জাবের ব্যাটিং লাইন আপ ভেঙে দেন সাই কিশোর। ৯২ রানে ছয় উইকেট হারিয়ে ফেলা পাঞ্জাবের শতরান পার করাও কঠিন মনে হচ্ছিল। সেখান থেকে হারপ্রিত ব্রারের ১২ বলে ২৯ রান দলকে শতরান ছাড়িয়ে যেতে সাহায্য করে। ব্রারের ইনিংসে ভর দিয়েই শেষ পর্যন্ত ১৪২ রানের সংগ্রহ গড়তে পারে পাঞ্জাব।

গুজরাটের পক্ষে কিশোরের চার উইকেট ছাড়া দুটি করে উইকেট নেন নূর আহমেদ ও মোহিত শর্মা।