শূন্য রানে সাত উইকেট নিয়ে বিশ্বরেকর্ড, কে এই রোমালিয়া?
ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা। অন্য ভাবে বলতে গেলে ক্রিকেট হচ্ছে রেকর্ড ভাঙ্গা আর গড়ার খেলা। যার ধারাবাহিকতায় প্রতিনিয়ত তৈরি হয় নতুন নতুন রেকর্ড, তৈরি হয় নতুন নতুন ইতিহাস। এবার কোনো রান না দিয়েই সাত উইকেট নিয়ে বিশ্বরেকর্ড গড়লেন রোমালিয়া নামের ইন্দোনেশিয়ার এক নারী ক্রিকেটার।
গতকাল শুক্রবার (২৬ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানায় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। পাশাপাশি এমন কীর্তি গড়ায় তাকে অভিনন্দনও জানায় সংস্থাটি। অভিষেক ম্যাচেই এমন অবিশ্বাস্য বোলিং করলেন ১৭ বছর বয়সী এই নারী ক্রিকেটার।
মঙ্গোলিয়ার বিপক্ষে উদয়না ক্রিকেট মাঠে টি-টোয়েন্টি সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হয় ইন্দোনেশিয়ার মেয়েরা। যেখানে ইন্দোনেশিয়া বিশাল ব্যবধানে মঙ্গোলিয়াকে হারায়। এমন জয়ের পেছনে সবচেয়ে বড় অবদান ডানহাতি অফস্পিনার রোমালিয়ার। ৩.২ ওভার বল করে তিন মেডেনসহ সাত উইকেট তুলে নেন তিনি।
পুরুষ বা নারী, কোনো ক্ষেত্রেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কোনো বোলারেরই এই রেকর্ড নেই। তৃতীয় বোলার হিসাবে রোমালিয়া আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সাতটি উইকেট নিলেন। এর আগে নেদারল্যান্ডসের ফ্রেডরিক ওভারজাইক ২০২১ সালে ফ্রান্সের বিপক্ষে এবং আর্জেন্টিনার অ্যালিসন স্টকস ২০২২ সালে পেরুর বিপক্ষে তিন রানের বিনিময়ে সাতটি উইকেট নেন। এতদিন যুগ্মভাবে এই দুই তারকার দখলেই সেরা টি-টোয়েন্টি বোলিং রেকর্ড ছিল। এছাড়াও কোনো রান না দিয়ে সেরা বোলিংয়ের কীর্তি আগে ছিল নেপালের অঞ্জলি চাঁদের। মালদ্বীপ নারী দলের বিপক্ষে ২০১৯ সালে শূন্য রানে ৬ উইকেট নেন অঞ্জলি।