যে কারণে স্কোয়াডে নেই শরিফুল
জিম্বাবুয়ের বিপক্ষে চলমান সিরিজের শেষ দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শেষ দুই টি-টোয়েন্টির দলে তিন পরিবর্তন এনেছে বাংলাদেশ। দলে ঢুকেছেন সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান ও সৌম্য সরকার।
এই তিনজনকে জায়গা দিতে দলে নেই শরিফুল ইসলাম, আফিফ হোসেন ও পারভেজ ইমন। এই তিনজনকে বাদ দেওয়া নিয়েই ব্যাখ্যা দিয়েছেন নির্বাচক আব্দুর রাজ্জাক। এ ছাড়া সাকিব-মুস্তাফিজের ফেরা নিয়ে বিস্তারিত জানিয়েছেন এই নির্বাচক।
স্কোয়াড ঘোষণার পর ভিডিও বার্তায় নির্বাচক আব্দুর রাজ্জাক বলেছেন, ‘আমাদের দলে তিনটা পরিবর্তন এসেছে। সাকিব আল হাসান, সৌম্য সরকার ও মুস্তাফিজুর রহমান দলে এসেছে। বর্তমান দল থেকে বাইরে যাচ্ছে পারভেজ হোসেন, আফিফ হোসেন ও শরিফুল ইসলাম।’
এর মধ্যে শরিফুলকে বাদ দেওয়া হয়েছে শুধুই বিশ্রামে রাখার জন্য। শরিফুলকে নিয়ে রাজ্জাক বলেছেন, ‘শরিফুলকে মূলত বিশ্রাম দেওয়া হয়েছে পরিবারকে সময় দেওয়ার জন্য এবং আপনারা সবাই জানেন। মুস্তাফিজের বেলাতেও আমরা একই কাজ করেছি। যখন সে ভারত থেকে এসেছে। ওর সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিবারকে একটু সময় দেওয়ার দরকার আছে। যেহেতু অনেক দিন ধরে ক্রিকেটের মধ্যে রয়েছে। শরিফুল অনেক দিন ধরে ক্রিকেটের মধ্যে রয়েছে। হাই ইন্টেন্সিটির ম্যাচ খেলছে, প্রিমিয়ার লিগের ম্যাচ খেলেছে। ওকে একটা বিরতি দেওয়া হয়েছে। যাতে পরিবারকে সময় দিতে পারে। নিজেও একটু বিশ্রাম পায়। শরীরটাকে রিচার্জ করে ফিরতে পারে।’
‘মুস্তাফিজের ব্যাপারটাও ঠিক একইরকম। ভারত থেকে ফেরার পর ওর সঙ্গে কথা বলেই সব করা হয়েছে। আমরা ওকে বিশ্রাম দিতে চেয়েছিলাম একটা পর্যায়ে। ওকে জিজ্ঞেস করা হয়েছিল, আগে নেবে নাকি পরে নেবে। তো আগে নেওয়ার কথা বলেছে। বিশ্রাম নিয়ে একবারে খেলে চলে যাবে।’—যোগ করেন রাজ্জাক।
জিম্বাবুয়ে সিরিজের শেষ দুই ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে আগামী ১০ ও ১২ মে। ১০ মে সন্ধ্যা ৬টায় এবং ১২ মে’র ম্যাচটি মাঠে গড়াবে সকাল ১০টায়।