‘ধোনি আরও কয়েক বছর খেলতে পারেন’
বয়স ৪৩ চলছে। চলতি আসরে অনেকটা অনুরোধেই খেলছেন আইপিএল। মহেন্দ্র সিং ধোনির এটিই সম্ভাব্য শেষ আসর। এরপর তুলে রাখবেন ব্যাট আর গ্লাভস। তবে, এই বয়সেও মাঠে দাপট দেখিয়ে চলেছেন ক্যাপ্টেন কুল। ব্যাটিংয়ে আগ্রাসনের সঙ্গে মাঠে চিরাচরিত ঠান্ডা মেজাজে মনেই হয় ধোনি আর মাঠে নামবেন না। চেন্নাই সুপার কিংসের ব্যাটিং কোচ মাইক হাসিও মনে করেন, ধোনি আরও কয়েক বছর খেলতে পারবেন।
ইএসপিএনক্রিকইনফোতে আজ বৃহস্পতিবার (১৬ মে) প্রকাশিত প্রতিবেদন অনুসারে হাসি বলেন, ‘ধোনি এখনও চমৎকার ব্যাটিং করছে। নিজেকে সবসময় প্রস্তুত রাখে। অনুশীলনে বেশ আগে চলে আসে, দীর্ঘসময় অনুশীলন করে। আমি আশা করি, ধোনি আরও কয়েক বছর খেলা চালিয়ে যাবেন। যদিও, তার শরীর সায় দেওয়ার একটা ব্যাপার আছে। যেটি আমাদের হাতে নেই।’
চেন্নাই সুপার কিংস একে অপরের সমার্থক। ২০০৮ সালে শুরু হওয়া আইপিএলে চেন্নাইয়ের হলুদ জার্সি গায়ে চাপান ধোনি। ১৭ বছর ধরে একই জামায় নিজেকে জড়িয়ে রেখেছেন। চেন্নাইকে জিতিয়েছেন যৌথ সর্বোচ্চ পাঁচটি শিরোপা। কেবল চেন্নাইয়েই নয়, ক্যাপ্টেন কুল ধোনি ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক। তার নেতৃত্বে দুই সংস্করণে বিশ্বকাপ জিতেছে ভারত। জিতিয়েছেন দুটি চ্যাম্পিয়ন্স ট্রফি।
খেলোয়াড়দের কাছ থেকে সেরাটা বের করে আনতে ধোনির জুড়ি মেলা ভার। হারিয়ে যেতে বসা মুস্তাফিজুর রহমান যেমন এবারের আইপিএলে খুঁজে পেয়েছেন নিজেকে। যার অনেকখানি কৃতিত্ব ধোনির।