ব্রাজিলে অনুষ্ঠিত হবে পরবর্তী নারী বিশ্বকাপ
প্রথমবারের মতো নারী বিশ্বকাপ আয়োজেন করবে ব্রাজিল। ২০২৭ ফিফা নারী বিশ্বকাপের স্বাগতিক দেশ হিসেবে ব্রাজিলের নাম ঘোষণা করেছে ফিফা। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আজ শুক্রবার (১৭ মে) নিশ্চিত করেছে এটি।
নারী বিশ্বকাপের দশম আসর বসবে ২০২৭ সালে। এর আগের আসরগুলোতে অংশগ্রহণ করলে স্বাগতিক হিসেবে আগামীবারই প্রথম খেলবে ব্রাজিল। নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে গতকাল একটি পোস্ট দিয়ে ফিফা জানিয়েছিল, কে হতে চলেছে ২০২৭ বিশ্বকাপের আয়োজক। সেখানে আগের ৯ আসরের স্বাগতিকদের সঙ্গে পরবর্তী আসরের স্বাগতিক দেশের জায়গায় প্রশ্নবোধক দিয়ে কৌতূহল তৈরি করে ফিফা। আজ সেই কৌতূহল শেষ হলো।
১৯৩০ সালে প্রথম পুরুষ বিশ্বকাপ আয়োজিত হলেও নারী বিশ্বকাপ শুরু হয় ১৯৯১ সালে। সেবার স্বাগতিক ছিল চীন। ২০০৭ বিশ্বকাপের আয়োজকও ছিল দেশটি। বাকি সাবারের মধ্যে যুক্তরাষ্ট্র দুইবার আয়োজন করে বিশ্বকাপ। এছাড়া— সুইডেন, জার্মানি, কানাডা, ফ্রান্স এককভাবে এবং সর্বশেষ ২০২৩ বিশ্বকাপ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে যৌথভাবে আয়োজিত হয়।
নারী বিশ্বকাপে সর্বশেষ চ্যাম্পিয়ন স্পেন। ফাইনালে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে শিরোপা উল্লাসে মাতে স্প্যানিশ নারীরা। পুরুষদের বিশ্বকাপে সর্বোচ্চ পাঁচবার ব্রাজিল শিরোপা জিতলেও নারীদের ভাগ্যে এখনও কোনো বিশ্বকাপ জোটেনি। সেরা সাফল্য ২০০৭ বিশ্বকাপে রানার্সআপ হওয়া।
নারীদের বিশ্বকাপে দাপট যুক্তরাষ্ট্রের। সর্বোচ্চ চারবারের চ্যাম্পিয়ন দেশটি। দুবার শিরোপা উঠেছে জার্মানির ঘরে। একবার করে বিশ্বকাপ নিজেদের করে নিয়েছেন বর্তমান চ্যাম্পিয়ন স্পেন, নরওয়ে ও জাপান।