লঙ্কা প্রিমিয়ার লিগের নিলামে লিটনকে কিনল না কেউ
সময়টা মোটেও ভালো যাচ্ছে না ওপেনার লিটন দাসের। লম্বা সময় ধরেই হাসছে না এই ব্যাটারের ব্যাট। জাতীয় দলের জার্সিতে ছন্দে না থাকায় বিদেশী লিগগুলোতেও ফ্র্যাঞ্চাইজিগুলোর লিটনকে নিয়ে খুব একটি আগ্রহ নেই। লঙ্কা প্রিমিয়ার লিগের নিলামে নাম দিলেও তাকে নিয়ে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।
আজ মঙ্গলবার (২১ মে) এলপিএলের নিলামে লিটনের নাম তোলা হয়। তার ভিত্তিমূল্য ছিল ৩০ হাজার ডলার। তবে, ব্যাট হাতে ছন্দহীনতায় লিটনকে নেয়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। লিটনের পাশাপাশি অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিমকেও দলে নেয়নি কেউ। তার ভিত্তিমূল্য ছিল ৫০ হাজার ডলার। নিলামে ওঠার অপেক্ষায় তাসকিন আহমেদ, তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্তর নাম।
এবারের নিলামে শ্রীলঙ্কা ও অন্যন্য দেশের মোট ৪২০ ক্রিকেটারের নাম তোলা হবে। ৪২০ ক্রিকেটারের মধ্যে ১৫৪ জন শ্রীলঙ্কান, বাকি সবাই অন্যান্য ক্রিকেট খেলুড়ে দেশের। ১৮ টি রাউন্ডে ক্রিকেটার নেওয়ার পর পর ফ্র্যাঞ্চাইজি গুলো অবিক্রিত কিছু ক্রিকেটারকে পরবর্তীতে দলে নিতে পারবে।
শ্রীলংকার এই ঘরোয়া টি-২০ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে গত বছর বাংলাদেশ থেকে খেলেছেন সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, লিটন দাস ও শরীফুল ইসলাম। এবারের আসরের মুস্তাফিজুর রহমান কেউই এখন পর্যন্ত সুযোগ পায়নি। ডাম্বুলার জার্সিতে মাঠ মাতাবেন এই বাঁহাতি পেসার। আফগান ব্যাটার রহমানউল্লাহ গুরবাজকে ৫০ হাজার ডলারে দলে ভিড়িয়েছে কলম্বো স্ট্রাইকার্স। জুলাইয়ের ১ তারিখ থেকে ২১ জুলাই পর্যন্ত চলবে এলপিএলের পঞ্চম আসর।