এমবাপ্পেকে রিয়ালে দেখে দুশ্চিন্তায় বার্সা সভাপতি
ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের স্বপ্ন সত্যি হয়েছে অবশেষে। স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন এই বিশ্বসেরা ফুটবলার। এরইসাথে ইতি টানলেন ছয় বছরের প্যারিস অধ্যায়ের। ফরাসি এই ফুটবলারের রিয়াল মাদ্রিদে যোগ দেওয়াতে খুশি নন বার্সেলোনার ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তা।
এবারের মৌসুমে এমবাপ্পেকে ছাড়া লা লিগার পাশাপাশি চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছে রিয়াল। তাই এমবাপ্পের অন্তর্ভুক্তি যে দলটির আক্রমণভাগকে আরও শক্তিশালী করবে, সেই বিষয়টি ভালোই জানা লাপোর্তার। আর সেটিকে বার্সেলোনার জন্য দুঃসংবাদ বলছেন ক্লাবটির প্রেসিডেন্ট।
গতকাল মঙ্গলবার (৪ জুন) বার্সা ওয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে সভাপতি হুয়ান লাপোর্তা বলেন, ‘একজন বার্সা ভক্ত হিসেবে এমবাপ্পেকে রিয়াল মাদ্রিদে খেলতে দেখা আমার জন্য বড় দুঃসংবাদ। সত্যি বলতে আমি আমাদের প্রজেক্টের ক্ষেত্রে আমাদের নিজস্ব স্ট্র্যাটেজি অনুসরণ করতে পছন্দ করি। লা মাসিয়ায় আমাদের খেলোয়াড় তৈরি হচ্ছে। আমি প্রতিদ্বন্দ্বীদের সম্মান করি কিন্তু নিজের দর্শন মেনে চলি।'
২০১৭ সালে মোনাকো ছেড়ে কাতারি মালিকানাধীন পিএসজিতে যোগ দেওয়ার পর ক্লাবটির হয়ে রেকর্ড ২৫৬ গোল করেছেন এমবাপ্পে। ২০১৮ সালে ফ্রান্সের হয়ে বিশ্বকাপও জেতেন এই তারকা ফুটবলার। মাত্র ১৮ বছর বয়সী এমবাপ্পেকে ১৮ কোটি ইউরোয় কিনেছিল পিএসজি।
রিয়ালের মৌসুমপ্রতি ১৫ মিলিয়ন ইউরো করে পাবেন এমবাপ্পে। বাংলাদেশি মুদ্রায় যা ১৯১ কোটি টাকার কিছু বেশি। চুক্তির জন্য বোনাস হিসেবে পাঁচ বছরে পাবেন ১৫০ মিলিয়ন ইউরো। বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৯১০ কোটি টাকার মতো। এছাড়াও ইমেজ রাইট থেকেও লভ্যাংশ পাবেন এই ফরাসি ফুটবলার।