কোপায় ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচগুলো কবে-কখন
আর কয়েক ঘণ্টার অপেক্ষা, এরপরই মাঠে গড়াবে দক্ষিণ আমেরিকা অঞ্চলের সর্বোচ্চ ফুটবল আসর কোপা আমেরিকার। এবারের প্রতিযোগিতার আয়োজক দেশ যুক্তরাষ্ট্র। অংশ নেবে ১৬টি দল। কনমেবল থেকে দশটি, কনকাকাফ থেকে ছয়টি। টুর্নামেন্ট শুরুর আগে দেখে নেওয়া যাক দুই হট ফেবারিট ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচের সময়সূচি।
এবারের আসরে অংশ নেওয়া ১৬টি দল প্রথম রাউন্ডে চারটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। এরপর একে একে অনুষ্ঠিত হবে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল। থাকছে তৃতীয় স্থান নির্ধারণী প্লে-অফও। প্রায় মাসব্যাপী আসরে অনুষ্ঠিত হবে মোট ৩২টি ম্যাচ। খেলা গড়াবে ১৪টি ভেন্যুতে।
এই টুর্নামেন্টের সফলতম দুই দলের নাম উরুগুয়ে এবং আর্জেন্টিনা। যারা এখন পর্যন্ত ১৫টি করে শিরোপা নিজেদের ঘরে তুলেছে। পরবর্তী অবস্থানে রয়েছে লাতিন আমেরিকার আরেক পরাশক্তি ব্রাজিল, যারা ৯টি শিরোপা জিতেছে। এছাড়াও প্যারাগুয়ে, চিলি ও পেরু ২টি করে এবং কলম্বিয়া ও বলিভিয়া ১টি করে শিরোপা নিজেদের করে নিয়েছে।
আর্জেন্টিনা ও ব্রাজিলের ম্যাচগুলোর সময়সূচি—
২১ জুন, সকাল ৬টা, আর্জেন্টিনা-কানাডা, মার্সিডিজ-বেনজ স্টেডিয়াম, জর্জিয়া
২৫ জুন, সকাল ৭টা, ব্রাজিল-কোস্টারিকা, সোফি স্টেডিয়াম, ক্যালিফোর্নিয়া
২৬ জুন, সকাল ৭টা, আর্জেন্টিনা-চিলি, মেটলাইফ স্টেডিয়াম, নিউ জার্সি
২৯ জুন, সকাল ৭টা, ব্রাজিল-প্যারাগুয়ে, অ্যালিজায়ান্ট স্টেডিয়াম, লাস ভেগাস
৩০ জুন, সকাল ৬টা, আর্জেন্টিনা-পেরু, হার্ড রক স্টেডিয়াম, ফ্লোরিডা
৩ জুলাই, সকাল ৭টা, ব্রাজিল-কলম্বিয়া, লেভি’স স্টেডিয়াম, ক্যালিফোর্নিয়া
কোপার বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সবশেষ ২০২১ আসরের ফাইনালে তারা বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে স্বাগতিক ব্রাজিলকে হারিয়েছিল ১-০ গোলে। এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী বরাবরের মতো এবারও শিরোপা জয়ের দৌড়ে ফেভারিট।