উরুগুয়ে-কলম্বিয়া
ফাইনালে আর্জেন্টিনার সঙ্গী হবে কে?
কানাডাকে হারিয়ে প্রথম দল হিসেবে কোপা আমেরিকার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। আসরে লিওনেল মেসিদের এটি টানা দ্বিতীয় ফাইনাল। গত আসরের ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হয়েছিল ব্রাজিল। এবার কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছে সেলেসাওরা।
ফাইনালে আর্জেন্টিনার সঙ্গী হওয়ার লড়াইয়ে এখন উরুগুয়ে ও কলম্বিয়া। কোপার দ্বিতীয় সেমি ফাইনালে ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে বাংলাদেশ সময় আগামীকাল বৃহস্পতিবার (১১ জুলাই) মাঠে নামবে দল দুটি।
কোয়ার্টার ফাইনালে ব্রাজিলকে হারিয়ে শেষ চারে উঠে আসে উরুগুয়ে। কলম্বিয়া শেষ আটে হারিয়েছিল পানামাকে। ব্রাজিলের বিপক্ষে পুরো ম্যাচে গোলবিহীন থাকে তারা। ম্যাচ জেতে পেনাল্টি শ্যুটআউটে (৪-২)। তুলনামূলক সহজ প্রতিপক্ষ পানামাকে পেয়ে গোল উৎসবে মাতে। ম্যাচ জেতে ৫-০ ব্যবধানে।
সেমিতে অবশ্য লড়াই হবে সমানে সমান। বিশেষত, আগ্রাসী ফুটবল খেলে দুদলই। আক্রমণ থামাতে শরীরনির্ভর ফুটবল খেলা উরুগুয়ে ও কলম্বিয়া বরাবরই প্রতিপক্ষের জন্য ভয়ের কারণ। সেমিতে মাঠের লড়াইয়ের পাশাপাশি তাই জমবে শারীরিক আগ্রাসনও।
কোপায় আর্জেন্টিনার সঙ্গে সমান ১৫টি শিরোপা উরুগুয়ের। আর একটি জিতলে ছাড়িয়ে যাবে আলবিসেলেস্তেদের। তার জন্য অবশ্য উঠতে হবে ফাইনালে। যে লক্ষ্যেই মাঠে নামবে তারা।