ফাইনালে ৯০ মিনিট খেলতে পারবেন ইয়ামাল? জার্মানির আইন যা বলে
লামিন ইয়ামাল—মাত্র ১৭ বছর বয়সেই এই ফুটবলার পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। ইউরোতে জার্মানি, ফ্রান্সের মতো দলের বিপক্ষে তার পারফরম্যান্স সবাইকে রীতিমত অবাক করেছে। তবে, ফাইনালে মাঠে নামার আগে তাকে নিয়ে দুশ্চিন্তায় পড়েছে স্প্যানিশরা। কারণ জার্মানির আইনের মারপ্যাচে পড়েছেন এই ফুটবলার।
জানা গেছে, জার্মানির শ্রম আইন অনুযায়ী, ১৮ বছর বয়সের নিচে কেউ রাত রাত আটটার পর কাজ করতে পারবেন না। যদিও অ্যাথলেটদের ক্ষেত্রে কিছুটা শিথিল করা হয়েছে আইন। রাত ১১ টা পর্যন্ত খেলা কিংবা অনুশীলনের নিয়ম রয়েছে জার্মানির শ্রম আইনে। এই সময়ের পর কোনো কাজ করলেই গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা।
যদি স্থানীয় সময় রাত ১১টার পর লামিন ইয়ামালকে খেলা চালিয়ে যেতে হয়, তাহলে স্প্যানিশ ফুটবল ফেডারেশনকে ৩০ হাজার ইউরো জরিমানা গুণতে হবে। ফাইনালের আগে এই বিষয়টি নিয়ে ফের দুশ্চিন্তায় পড়েছে দলটি। কারণ এর আগে গ্রুপপর্বের বেশকটি ম্যাচে তাকে আগেভাগে মাঠ থেকে তুলে নেওয়া হয়েছিল। এবারও কি তা করা হবে?
আগামী সোমবার দিনগত রাতে ইউরোর ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে স্পেন। শিরোপা নির্ধারণী এ ম্যাচটিও শুরু হবে স্থানীয় সময় রাত ৯ টায়। সে ম্যাচে শুরুর একাদশে জায়গা পাওয়া নিয়ে সংশয় নেই ইয়ামালের। কিন্তু বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, স্পেন তাকে পুরো সময় খেলাবে কিনা। কারণ যদি দ্বিতীয়ার্ধে ইয়ামালকে বদলি না করা হয়, তাহলে জার্মান আইনের মুখোমুখি হতে হবে স্প্যানিশ ফুটবল ফেডারেশনকে। আর যদি তাকে খেলানো হয় সেক্ষেত্রে গুনতে হবে ৩০ হাজার ডলার বা ৩৮ লাখ টাকা জরিমানা।