প্রত্যাবর্তনের গল্প লিখে বাংলাদেশের দারুণ জয়
ম্যাচের বয়স তখন ২১ মিনিট। এর মধ্যে দুই গোল করে চালকের আসনে বসে যায় ভুটান। এমন চাপের মুহূর্ত থেকে প্রত্যাবর্তনের আরেকটি গল্প লিখল বাংলাদেশের মেয়েরা। ম্যাচে ফিরে ভুটানের জালে বল পাঠাল একে একে চারবার। পিছিয়ে পড়ার ধাক্কা সামলে স্বাগতিকদের বিপক্ষে দারুণ জয় তুলে নিলেন সাবিনারা।
দ্বিতীয় প্রীতি ম্যাচে ভুটানের আজ শনিবার (২৭ জুলাই) ভুটানের বিপক্ষে ৪-২ গোলে জয় তুলে নিয়েছে বাংলাদেশ।
এর আগের ম্যাচেও ভুটানের বিপক্ষে পিছিয়ে পড়ে ৫-১ গোলে জিতেছিল বাংলাদেশ। এবারও তাদের মাটিতে একই গল্প লিখেছেন বাংলার মেয়েরা।
চ্যাংলিমিথাং স্টেডিয়ামে আজ জয়ের ম্যাচে জোড়া গোল করেছেন ঋতুপর্না চাকমা। এ ছাড়াও গোল করেছেন অধিনায়ক সাবিনা খাতুন ও সাগরিকা।
এদিন ম্যাচের চতুর্দশ মিনিটে এগিয়ে যায় ভুটান। দেকি লেহাজোমের গোলে লিড পেয়ে যায় স্বাগতিকরা। এরপর ২১তম মিনিটে বাংলাদেশকে দ্বিতীয় ধাক্কা খায়। এবার ডি বক্সের বাম দিক থেকে লেহাজোমের নেওয়া কোনাকুনি শট মিলি আক্তারের হাত ছুঁয়ে জালে জড়ায়।
তবে দুই গোল খেয়েও হতাশ হয়নি বাংলাদেশ। বরং চাপ কাটিয়ে ৩৪ মিনিটে গোলের দেখা পায় বাংলাদেশ। দলের প্রথম গোলটি করেন অধিনায়ক সাবিনা। ছয় মিনিট পর সমতার বাংলাদেশকে সমতায় ফেরান সাগরিকা।
এরপর দ্বিতীয়ার্ধে ভুটানকে স্তব্ধ করে স্কোরলাইন ৩-২ করেন ঋতুপর্না চাকমা। ৮৬তম মিনিটে কর্নারের পর ঋতুপর্না চাকমাই শেষ পেরেকটি পোতেন। তাতে উচ্ছ্বাসে ফেটে পড়ে লাল-সবুজ দল। আর হতাশা নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিক ভুটান।
অক্টোবরে নেপালে অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপ। সেই টুর্নামেন্টের প্রস্তুতির অংশ হিসেবেই ভুটানের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছেন সাবিনা খাতুনরা।