তামিমের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন পাপন
সর্বশেষ ২০২৩ সালের সেপ্টেম্বরে জাতীয় দলের জার্সিতে দেখা গেছে ওপেনার তামিম ইকবালকে। এরপর প্রায় এক বছর কেটে গেলেও তামিমকে জাতীয় দলে দেখা যায়নি। ফের তামিমের জাতীয় দলে ফেরা নিয়ে চলছে আলোচনা। এবার এই ইস্যুতে মুখ খুললেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
ভারত বিশ্বকাপে না খেলালেও তামিমকে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার প্রস্তাব দিয়েছে বোর্ড। এখনও নিজের চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি তামিম। তবে, তার সঙ্গে বসেই এই বিষয়ে সিদ্ধান্ত নেবে বিসিবি, এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
এই বিষয়ে গতকাল রোববার (২৮ জুলাই) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে পাপন বলেন, ‘আনুষ্ঠানিক আলাপ না হওয়া পর্যন্ত এটা নিয়ে মন্তব্য করা কঠিন। তবে আমরা চাই সে আসুক। এর আগে ওর সাথে যখন আমার বসার কথা ছিল। তখন বিপিএল থাকায় আর বসা হয়নি। বিপিএল শেষ হলো তারপর দিন একটা মেসেজ পাঠালো আমি দেশের বাইরে যাচ্ছি এসে আপনার সাথে যোগাযোগ করব। এরপর আর যোগাযোগ হয়নি। যেটুকু হয়েছে নাফিস ইকবালের অসুস্থতা নিয়ে ‘
পাপন আরও যোগ করেন, ‘এখানে অনেক খেলোয়াড় আছে যারা আর বেশি দিন হয়তো জাতীয় দলে থাকবে না। অনেকের জন্য এ বছরটাই শেষ। কেউ হয়তো চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত খেলবে। আমার ব্যক্তিগত ইচ্ছে, বোর্ডেরও সবার ইচ্ছে, এদের ব্যাপারে পেশাদার হিসেবে কথা বলছি না। আমি মনে করি তামিম-সাকিব-মুশফিক-রিয়াদ; এ ধরনের খেলোয়াড় যারা আছে, তাদের যে অবদান অবশ্যই তাদের জন্য বাংলাদেশ ক্রিকেট এখানে এসেছে।’