প্যারিস অলিম্পিক
প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে কপাল পুড়ল ব্রাজিলিয়ান নারী সাঁতারুর
বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না এবারের প্যারিস অলিম্পিককে। প্রতিদিনই কোনো না কোনো বিতর্কে জড়াচ্ছেন আয়োজক কিংবা অংশগ্রহণকারী ক্রীড়াবিদরা। এবার সেই তালিকায় যোগ হলো ব্রাজিলিয়ান সাঁতারু আনা ক্যারোলিনা নাম। অনাকাঙ্খিত এক ঘটনায় প্রতিযোগিতায় অংশ না নিয়েই দেশে ফিরতে হয়েছে তাকে।
ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এবারের অলিম্পিকে ব্রাজিলের হয়ে সাঁতারে অংশ নিতে গিয়েছিলেন ক্যারোলিনা। একই দলে ছিলেন আরেক অ্যাথলেট গ্যাব্রিয়েল সান্তোস। তিনিও দেশটির পুরুষ সাঁতারু। বাস্তব জীবনে প্রেমের সম্পর্ক রয়েছে সান্তোস-ক্যারোলিনার।
অংশগ্রহণকারী প্রতিটি অ্যাথলেটের থাকার অলিম্পিক ভিলেজ নামে একটি নির্দিষ্ট স্থান রয়েছে। যেটিকে ছোট খাটো একটি শহরও বলা চলে। নিয়ম অনুযায়ী কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে অ্যাথলেটরা অলিম্পিক ভিলেজের বাইরে যেতে পারবেন। গত শুক্রবার অলিম্পিকের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের পর বান্ধবী ক্যারোলিনাকে নিয়ে ভিলেজের বাইরে ঘুরতে গিয়েছিলেন সান্তোস। তাও আবার কাউকে না জানিয়ে।
পরবর্তীতে ভিলেজের ফিরে আসার পর তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। সন্তোষজনক উত্তর তো দিতে পারেননি, এর ওপর কর্মকর্তাদের ওপর মেজাজ হারিয়ে বসেন ক্যারোলিনা। যা কাল হয়ে দাঁড়ায় ক্যারোরিনার জন্য। অন্যদিকে, পুরো জিজ্ঞাসাবাদ পর্বে শান্ত ছিলেন সান্তোস। ক্যারোলিনার এমন উগ্র আচরণ পছন্দ হয়নি টিম ম্যানেজমেন্টের।
বিষয়টি পরবর্তীতে ব্রাজিল অলিম্পিক কমিটির কর্তাদের জানানো হলে, শাস্তি হিসেবে ক্যারোলিনাকে নিষিদ্ধ করে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। অবশ্য ক্যারেলিনা দেশে ফিরে গেলেও ক্ষমা চেয়ে এযাত্রায় পার পেয়ে গেছেন সান্তোস। খেলার সুযোগ পেয়েছেন তিনি। খেলোয়াড়দের এমন কর্মকাণ্ডের সমালোচনা করেছেন দেশটির কোচ গুস্তাবো ওতসুকাও।