মাঠের সাকিবকে নিয়ে ইতিবাচক স্পিন কোচ
পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। ইতোমধ্যে পাকিস্তান পৌঁছেছেন লাল-সবুজের প্রতিনিধিরা। চলছে অনুশীলন। রাজনৈতিক অস্থিরতার মধ্যে শুরু হবে সিরিজটি। গণঅভ্যুত্থানের সময়টায় সাধারণ ছাত্র-জনতার পাশে দাঁড়াননি সাকিব আল হাসান। সেটি নিয়ে হয়েছে সমালোচনা।
আগামী ২১ আগস্ট থেকে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। সমালোচিত সাকিবকে নিয়েই দল সাজিয়েছে বাংলাদেশ। অনুশীলনের প্রথম দিনেই তাকে পেয়েছে দল। লাহোরে দলের সঙ্গে নিজেকে ঝালিয়ে নিচ্ছেন তিনি। তবু, সাকিবের পিছু ছাড়ছে না সমালোচনা। অনেকের মতে, ক্রিকেটের সঙ্গে রাজনীতি না মেশানোই শ্রেয়। এবার বাংলাদেশ দলের স্পিন কোচ মুশতাক আহমেদও জানালেন, মাঠের সাকিব সবসময় ইতিবাচক।
লাহোরে আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) গণমাধ্যমের মুখোমুখি হন মুশতাক। তিনি বলেন, ‘খেলার সময় সাকিব সবসময় ইতিবাচক। সে তরুণদের জন্য অনুপ্রেরণা। সাকিব ছাড়াও, মুশি (মুশফিকুর রহিম), নাজমুল হোসেন শান্তরা দারুণ ইতিবাচক। দায়িত্ব নিয়ে খেলে তারা। সবাই মাঠে নামার জন্য মুখিয়ে আছে।’
মুশতাকের অধীনে বেশ ভালো করছেন বাংলাদেশের স্পিনাররা। নিজের শিষ্যদের নিয়ে সন্তুষ্টি ঝরে পড়ল মুশতাকের কন্ঠেও। তিনি বলেন, ‘বাংলাদেশের স্পিনাররা যথেষ্ট ভালো। টেকনিক্যালি ও ট্যাক্টিক্যালি তারা ম্যাচের মোমেন্টাম ধরতে পারে। তাইজুল, মিরাজরা বাংলাদেশকে অনেক ম্যাচ জিতিয়েছে। রিশাদ উন্নতি করছে। সবচেয়ে বড় দিক, তারা খুব ভালো শ্রোতা। যে কোনো পরামর্শ মন দিয়ে শোনে। তাদের সঙ্গে কাজ করতে পেরে দারুণ লাগছে।’