আইসিসির নতুন চেয়ারম্যান ভারতের জয় শাহ
বিসিসিআইয়ের সেক্রেটারি জয় শাহ যে আইসিসির চেয়ারম্যান হবেন, সেই গুঞ্জনটা ছিল আগেই। এবার সেটাই হলো সত্যি। মাত্র ৩৫ বছর বয়সে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হলেন তিনি। আইসিসির ইতিহাসের সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হতে যাচ্ছেন তিনি।
গতকাল মঙ্গলবার (২৭ আগস্ট) ছিল চেয়ারম্যান পদের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। তবে, জয় শাহ ছাড়া আর কেউ মনোনয়ন জমা না দেওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে আইসিসি।
ভারত থেকে এর আগে চার জন আইসিসির চেয়ারম্যান হয়েছেন। জগমোহন ডালমিয়া, শারদ পওয়ার, এন শ্রীনিবাসন ও শশাঙ্ক মনোহর বিসিসিআই থেকে আইসিসিতে গিয়েছিলেন। পঞ্চম চেয়ারম্যান হলেন শাহ। চলতি বছর ১ ডিসেম্বর থেকে নতুন দায়িত্ব নেবেন তিনি। ফলে তিনি চলে গেলে বিসিসিআইয়ের সেক্রেটারির পদটি শূন্য হয়ে যাবে।
২০০৯ সালে গুজরাটে ক্রিকেট সংগঠক হিসেবে ক্যারিয়ার শুরু করা জয় বিসিসিআইয়ের সেক্রেটারি হিসেবে আছেন ২০১৯ সাল থেকে। ২০২২ সালে এ পদে পুনরায় নির্বাচিত হন তিনি। ২০২৫ সাল পর্যন্ত পদটিতে থাকার কথা ছিল তার। তবে আইসিসির দায়িত্ব নিলে বিসিসিআইয়ের পদ ছাড়তে হবে তাকে। ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন জয়।
আইসিসির চেয়ারম্যান হয়ে জয় শাহ বলেন,‘আইসিসির চেয়ারম্যান হয়ে আমি খুব খুশি। বিশ্ব জুড়ে ক্রিকেটের উন্নতির জন্য আমি ও আমার দল কাজ করব। আমরা এমন একটা সময়ে দাঁড়িয়ে রয়েছি যেখানে ক্রিকেটের বিভিন্ন ফরম্যাটের মধ্যে একটি ভারসাম্য প্রয়োজন। সেই সঙ্গে ক্রিকেটে নতুন নতুন প্রযুক্তিও আসছে। ক্রিকেটের বাজার আরও বাড়ছে। এই পরিস্থিতিতে ক্রিকেটকে আরও ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কাজ শুরু করব আমরা।’