ছন্দহীন এমবাপ্পেকে নিয়েই স্কোয়াড সাজাল ফ্রান্স
কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে রিয়াল মাদ্রিদ ভক্তদের প্রত্যাশা তুঙ্গে। তবে, সেই অনুযায়ী পারফর্ম করতে পারছেন না তিনি। লা লিগায় ইতোমধ্যে তিন ম্যাচ খেলে গোল পাননি। মাদ্রিদও লিগের শুরুটা করেছে সাদামাটাভাবে। তিন ম্যাচের দুটিতে ড্র, জয় কেবল একটি।
এরমধ্যে আগামী সপ্তাহ থেকে শুরু হবে উয়েফা নেশন্স লিগ। আগামী ৬ ও ৯ সেপ্টেম্বর দুটি ম্যাচ খেলবে ফ্রান্স। ম্যাচ দুটির জন্য ফরাসি কোচ দিদিয়ের দেশমের ঘোষিত স্কোয়াডে রাখা হয়েছে এমবাপ্পেকে। নেশন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচ দুটির জন্য ফ্রান্স দলে ডাক পেয়েছেন ২৫ বছর বয়সী এই তারকা।
নেশন্স লিগের স্কোয়াডে এমবাপ্পে ছাড়াও স্কোয়াডে ঠাঁই হয়েছে সদ্য বায়ার্ন মিউনিখে নাম লেখানো ইংলিশ বংশোদ্ভূত ফরাসি উইঙ্গার মাইকেল অলিজের। এ ছাড়া, অলিম্পিক ফুটবলের স্কোয়াড থেকে মূল দলে ডাক পেয়েছেন বরুসিয়া মুনশেনগ্লাডবাখের তরুণ মিডফিল্ডার মানু কোনে।
দুই নতুন মুখ ছাড়াও ইউরোর বাছাইপর্বে অভিষিক্ত ওয়েসলে ফোফানাকে দলে ফিরিয়েছেন দেশম। বাছাইপর্বে খেললেও ইউরোর মূলপর্বে ছিলেন না চেলসির এই ডিফেন্ডার। ইউরোর সেমিফাইনালে হারের পর জাতীয় দলকে বিদায় বলে দেওয়ায় অলিভিয়ে জিরুদকে পাচ্ছেন না ফরাসি কোচ দেশম।
আগামী ৬ সেপ্টেম্বর ইতালির বিপক্ষে নেশন্স লিগ অভিযান শুরু করবে ফ্রান্স। ৯ সেপ্টেম্বর বেলজিয়ামের মুখোমুখি হবে ২০২০-২১ মৌসুমের চ্যাম্পিয়নরা।
ফ্রান্স স্কোয়াড
গোলরক্ষক : আলফোন্স আরেওলা (ওয়েস্টহ্যাম), মাইক মেইনিয়ঁ (এসি মিলান), ব্রাইস সাম্বা (লঁস)।
ডিফেন্ডার : জনাথন ক্লোস (নিস), ওয়েসলে ফোফানা (চেলসি), থেয়ো এরনান্দেস (এসি মিলান), ইব্রাহিমা কোনাতে (লিভারপুল), জুল কুন্দে (বার্সেলোনা), ফেরলঁ মেন্দি (রিয়াল মাদ্রিদ), উইলিয়াম সালিবা (আর্সেনাল), দায়োত উপামেকানো (বায়ার্ন মিউনিখ)।
মিডফিল্ডার : ইউসুফ ফোফানা (এসি মিলান), এন’গলো কন্তে (আল ইত্তিহাদ), মানু কোনে (বরুশিয়া মনশেনগ্লাডবাখ), অরেলিয়ঁন চুয়ামেনি (রিয়াল মাদ্রিদ), ওয়ারেন জাইরে-এমেরি (পিএসজি)।
ফরোয়ার্ড : ব্রাদলে বার্কোলা (পিএসজি), উসমান দেম্বেলে (পিএসজি), অন্তোয়ান গ্রিজমান (আতলেতিকো মাদ্রিদ), রান্দাল কোলো মুয়ানি (পিএসজি), কিলিয়ান এমবাপ্পে (রিয়াল মাদ্রিদ), মিকেল অলিজ (বায়ার্ন মিউনিখ), মার্কুস থুরাম (ইন্টার মিলান)।