জোড়া উইকেট হাসানের, শেষের অপেক্ষায় পাকিস্তান
প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টেও বাংলাদেশকে চাপে ফেলার চেষ্টা করেছিলেন পাকিস্তানি ব্যটার মোহাম্মদ রিজওয়ান। তবে, এই টেস্টে তাকে বড় ইনিংস খেলতে দেননি হাসান মাহমুদ। দলীয় ১৩৬ রানের মাথায় হাসানের বলে ড্রাইভ করতে গিয়ে উইকেটের পেছনে লিটনের হাতে ধরা পড়েন রিজওয়ান। আউটের আগে করেন ৭৩ বলে ৪৩ রান। এর পরের বলেই নেন মোহাম্মদ আলীর উইকেট। সবমিলিয়ে ১৩৬ রানেই ৮ উইকেট হারাল স্বাগতিকরা।
রিজওয়ান-সালমানের ব্যাটে পাকিস্তানের প্রতিরোধ
মাত্র ৮১ রানে ৬ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে পাকিস্তান। শঙ্কা জাগে দ্রুতই গুটিয়ে যাওয়ার। তবে, মোহাম্মদ রিজওয়ান ও সালমান আগা মিলে সেই চাপ সামলে দলকে এগিয়ে নিচ্ছেন। এরইমধ্যে এই দুইজনের জুটি পঞ্চাশ পেরিয়েছে।
নাহিদের জোড়া উইকেট, ব্যাটিং বিপর্যয়ে পাকিস্তান
রাওয়ালপিন্ডিতে ফের একবার ইতিহাস গড়ার স্বপ্ন দেখছে বাংলাদেশ। প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্টেও নাহিদদের বোলিং তোপে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়েছে স্বাগতিকরা। চতুর্থ দিনের প্রথম সেশনে বোলিংয়ে এসেই জোড়া উইকেট নিয়েছেন নাহিদ। অধিনায়ক মাসুদের পর এবার সাজঘরের পথ ধরলেন অভিজ্ঞ বাবর আজম। দলীয় ৬৫ রানের মাথায় পাঁচ উইকেট হারাল স্বাগতিকরা। ১৮ বলে ১১ রান করেন বাবর।
প্রথম ওভারেই উইকেট পেলেন রানা, চাপে পাকিস্তান
বাংলাদেশের বিপক্ষে কোনোভাবেই ক্রিজে টিকতে পারছেন না পাকিস্তানের ব্যাটাররা। তৃতীয় দিনের শেষ সেশনের পর চতুর্থ দিনের শুরুতেও বিপাকে শান মাসুদের দল। সাইম আইয়ুবের পর এবার নাহিদ রানার প্রথম ওভারেই সাজঘরে ফিরলেন অধিনায়ক শান মাসুদ। দলীয় ৬২ রানের মাথায় নাহিদ রানার বল স্কয়ার অব দ্য উইকেটে খেলতে গিয়ে লিটনের হাতে ক্যাচ দেন। আউট হওয়ার আগে ৩৪ বলে ২৮ রান করে ফেরেন।
আইয়ুবকে ফিরিয়ে চতুর্থ দিনের শুরু বাংলাদেশের
তৃতীয় দিনে ব্যাটারদের দৃঢ়তায় স্বস্তির পর চতুর্থ দিনেও ভালো শুরুর প্রত্যাশা ছিল বাংলাদেশের। হতাশ করেননি ক্রিকেটাররা। দিনের শুরুতে কিছুটা দেখেশুনে খেললেও উইকেট হারাতে সময় লাগেনি পাকিস্তানের। দলীয় ৪৭ রানের মাথায় তাসকিনের ফুলার লেন্থ ডেলিভারিতে শান্তর হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন সাইম আইয়ুব। ৩৫ বলে ২০ রান আসে তার ব্যাট থেকে।
পাকিস্তানকে দ্রুত গুটিয়ে দেওয়ার লক্ষ্যে চতুর্থ দিন শুরু শান্তদের
রাওয়ালপিন্ডি টেস্টে দারুণ অবস্থায় রয়েছে বাংলাদেশ। তৃতীয় দিনের শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়লেও লিটন-মিরাজদের অবিশ্বাস্য প্রত্যাবর্তনে এখন চালকের আসনে বাংলাদেশ। তৃতীয় দিন শেষে ২১ রানের লিড নিলেও দুই উইকেট হারিয়েছে স্বাগতিকরা। চতুর্থ দিনেও ধারাবাহিকতা ধরে রাখতে চায় সফরকারীরা।
তৃতীয় দিন শেষে চালকের আসনে বাংলাদেশ
প্রথম ইনিংসে বাংলাদেশের একমাত্র বোলার হিসেবে উইকেটশূন্য ছিলেন পেসার হাসান মাহমুদ। তবে ব্যাটিংয়ে একমাত্র অপরাজিত ব্যাটার ছিলেন তিনি। লিটন দাসকে দারুণ সঙ্গ দিয়ে পাকিস্তানের লিড কমাতে রেখেছেন কার্যকরী ভূমিকা। আর শেষ বেলাও রাঙিয়ে দেন তিনি। পাকিস্তানের দুটি উইকেট তুলে নিয়েছেন এই পেসার।
দিনের শেষভাগে জোড়া ধাক্কায় ব্যাকফুটে পাকিস্তান। তাদের দ্রুত অলআউট করে ম্যাচ জেতার সুযোগ এখন বাংলাদেশের। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ২১ রানে এগিয়ে পাকিস্তান। বাকি আছে আর ৮ উইকেট। প্রথম ইনিংসে স্বাগতিকদের ২৭৪ রানের জবাবে লিটন কুমার দাসের সেঞ্চুরি ও মেহেদী হাসান মিরাজের ফিফটিতে ২৬২ রান করে বাংলাদেশ।