অপেক্ষা বাড়িয়ে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ
চতুর্থ দিনে পরিকল্পনা ভেস্তে দিয়েছে বৃষ্টি। তাই শেষ দিনে ইতিহাস গড়ার স্বপ্ন বুঁনেছে বাংলাদেশ। সেই লক্ষ্যের বাস্তবায়ন প্রথম সেশনেই দিতে চেয়েছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। দ্বিতীয় ইনিংসে ফাইফার পাওয়া হাসান মাহমুদ শুনিয়েছেন তেমনটাই। কিন্তু সেটা সম্ভব হয়নি। ইতিহাস গড়ার অপেক্ষা আরও বেড়েছে। তাড়াহুড়ো না করে দ্বিতীয় সেশনের জন্য রোমাঞ্চ জমিয়ে রেখেছে নাজমুল হোসেন শান্তর দল। প্রথম সেশনে ৮০ রান যোগ করে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ ।
জয়ের দুয়ার থেকে ১৪৩ রান দূরে থেকে আজ মঙ্গলবার (৩ সেপ্টম্বর) দিন শুরু করে বাংলাদেশ। ঝলমলে আবাহওয়ার দিনে শুরুটা ভালোর আভাস দেন দুই ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলাম। জুটিটা থিতু হতে দেননি মির হামজা। স্কোরবোর্ডে ১৫ রান যোগ করতে ভাঙেন এই জুটি। জাকিরকে বোল্ড করে ৪০ রানে থামান হামজা। ৫৮ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। আর ৩৯ বলে তিন বাউন্ডারি আর দুই ছক্কায় সাজানো ছিল জাকিরের ইনিংস।
জাকির ফেরার কিছুক্ষণ পরে থামেন সাদমান। খুররম শেহজাদের করা হাফভলিতে ড্রাইভ করতে গিয়ে ক্যাচ তুলে দেন তিনি। মিড অনে ক্যাচ লুফে নিয়ে ২৪ রানে তাকে সাজঘরে পাঠান শান মাসুদ।
৭০ রানে জোড়া উইকেট উইকেট হারানোর পর রান তোলায় আর তাড়াহুড়ো করেনি বাংলাদেশ। উইকেটে এসে থিতু হওয়ার চেষ্টা করেন নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক। দুজনেই পাকিস্তানি ব্যাটারদের খেলেন দেখেশুনে। উইকেটে নির্ভার থাকা এই জুটিতে ভর করেই প্রথম সেশন শেষ করে বাংলাদেশ।
রাওয়ালপিন্ডিতে আজ দিনের প্রথম সেশন দুই উইকেট হারিয়ে স্কোরবোর্ডে মোট ৮০ রান যোগ করেছে বাংলাদেশ। আগের দিনের সংগ্রহসহ বাংলাদেশের স্কোর ১২২। জয় থেকে আর মাত্র ৬৩ রান দূরে নাজমুল হোসেন শান্তর দল। উইকেটে ৩৩ রানে আছেন অধিনায়ক। তার সঙ্গে ২০ রানে ব্যাট করছেন মুমিনুল।