চূড়ান্ত হলো টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের তারিখ
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি চক্র শেষ হয়েছে। টেস্ট শ্রেষ্ঠত্বের তৃতীয় চক্র চলছে। ২০২৩-২০২৫ এর খেলাগুলো চলমান। সদ্য শেষ হওয়া বাংলাদেশ-পাকিস্তান সিরিজও ছিল চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। এবার আইসিসি জানাল, কবে ও কোথায় অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।
২০২৫ সালের ১১ জুন থেকে মাঠে গড়াবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রের ফাইনাল। ক্রিকেটের তীর্থস্থান ইংল্যান্ডের লর্ডসে অনুষ্ঠিত হবে ম্যাচটি। আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিষয়টি জানিয়েছে আইসিসি।
চ্যাম্পিয়নশিপে পয়েন্ট তালিকায় বর্তমানে সবার ওপরে আছে ভারত। গতবারের ফাইনালিস্টরা ৬৮.৫২ পার্সেন্টেজ পয়েন্ট নিয়ে শীর্ষে। দুইয়ে থাকা বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার পার্সেন্টেজ পয়েন্ট ৬২.৫০। তালিকায় তৃতীয় স্থানে আছে নিউজিল্যান্ড, তাদের সংগ্রহ বরাবর ৫০ পার্সেন্টেজ পয়েন্ট।
পাকিস্তানকে তাদের মাটিতে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। টানা দুই টেস্ট জয়ে পয়েন্ট তালিকার চারে উঠে আসে বাংলাদেশ। চলমান চক্রে ছয় ম্যাচ খেলে তিনটি করে জয় ও হারে বাংলাদেশের পার্সেন্টেজ পয়েন্ট ৪৫.৮৩। শান্তরা পেছনে ফেলেছেন ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মতো দলকে। বাংলাদেশের কাছে সিরিজ হারা পাকিস্তান এই তালিকায় নিচের দিকে, তারা আছে আট নম্বরে।