ভুটানের বিপক্ষে বাংলাদেশের দুরন্ত জয়
ম্যাচ শুরুর আগে বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া জানিয়েছিলেন, ভুটান শক্ত প্রতিপক্ষ হলেও তাদের ভয় পাচ্ছে না বাংলাদেশ। কোচ হাভিয়ের কাবরেরার কণ্ঠেও ছিল শিষ্যদের প্রতি আত্মবিশ্বাস। সবকিছুর প্রতিফলন যেন মাঠেই ঘটালেন মোরসালিন-মিতুলরা। ভুটানের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচের প্রথমটিতে আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) মাঠে নামে বাংলাদেশ।
ভুটানের চাংলিমিথান স্টেডিয়ামে ম্যাচের সপ্তম মিনিটেই বাংলাদেশ এগিয়ে যায়। শেখ মোরসালিনের করা গোলটিই হয়ে রয় জয়সূচক। বাকি সময় দুদলের কেউ কোনো গোল না পেলে ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে খুব বেশি এগিয়ে নেই ভুটান। তালিকায় তাদের অবস্থান ১৮২, বাংলাদেশের ১৮৪। তবে, স্বাগতিক হওয়ায় কিছুটা এগিয়ে ছিল ভুটান। এ ছাড়া, তিন মাস পর আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামেন বাংলাদেশের ফুটবলাররা। যদিও, মাঠের খেলায় এসব বুঝতে দেননি লাল-সবুজের প্রতিনিধিরা।
ম্যাচের শুরু থেকেই দাপট দেখান বাংলাদেশের ফুটবলাররা। যার ফলশ্রুতিতে ম্যাচের সপ্তম মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। মোরসালিনের গোলের পর আরও উজ্জীবিত হয় হাভিয়ের কাবরেরার শিষ্যরা। বেশ কয়েকটি আক্রমণ করলেও জালের দেখা পায়নি বাংলাদেশ। প্রথমার্ধ শেষ হয় এক গোলে এগিয়ে থেকে।
বিরতির পর ফিরে নিজেদের আরও গুছিয়ে নেয় বাংলাদেশ। ভুটানও কয়েকটি আক্রমণ চালায়। দুদলই মাঠে নামে ৪-৩-৩ ফর্মেশনে। ফলে, অনেকটা ম্যান টু ম্যান মার্কিংয়ে খেলে দল দুটি। ভুটানের আক্রমণ প্রতিহত করে বাংলাদেশের রক্ষণভাগ। গোলবারের নিচে ভরসা হয়ে থাকা মিতুল মারমা এদিনও পরিচয় দেন দক্ষতার।
দ্বিতীয়ার্ধে কোনো গোল না পেলেও হজম করেনি বাংলাদেশ। এতে করে ১-০ গোলের লিড নিয়ে বিজয়ীর বেশেই মাঠ ছাড়ে বাংলাদেশ। সফরে বাংলাদেশের দ্বিতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৮ সেপ্টেম্বর।