সাকিবদের সাবেক কোচকে নিল নিউজিল্যান্ড ক্রিকেট
বাংলাদেশ দলে সাকিব-মিরাজদের স্পিন বোলিং কোচের দায়িত্ব সামলেছেন রঙ্গানা হেরাথ। বাংলাদেশ অধ্যায় শেষ হওয়ার পর এবার নতুন দেশের কোচিং প্যানেলে দেখা যাবে তাকে। স্পিন বোলিং কোচ হিসেবে শ্রীলঙ্কার এই স্পিন গ্রেটকে নিজেদের কোচিং স্টাফ প্যানেলে নিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট।
যদিও এটি স্রেফ চুক্তিভিত্তিক। আগামী দুই মাসে দক্ষিণ এশিয়ায় ছয়টি টেস্ট ম্যাচ খেলবে নিউজিল্যান্ড। যার প্রথম তিনটিতে কিউইদের স্পিন বোলিং কোচ হিসেবে কাজ করবেন হেরাথ।
হেরাথের পাশাপাশি ছোট্ট মেয়াদে নিউজিল্যান্ডের কোচিং স্টাফে কাজ করবেন ভিক্রাম রাঠোরও। নিউজিল্যান্ড দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক এই ভারতীয় ব্যাটিং কোচ।
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট দিয়ে শুরু কিউইদের দক্ষিণ এশিয়া মিশন। আর এই টেস্টেই ব্যাটিং কোচের ভূমিকায় থাকবেন রাঠোর। তার মেয়াদ এই এক টেস্টই।
দুজন অভিজ্ঞ কোচকে নিজেদের প্যানেলে যুক্ত করতে পেরে নিউজিল্যান্ড উপকৃত হবে বলে মনে করেন দেশটির প্রধান কোচ গ্যারি স্টেড। তিনি বলেছেন, ‘এই দুজনকেই বিশ্ব ক্রিকেটে বেশ উঁচু মানের কোচ হিসেবে মনে করা হয় এবং আমি জানি যে, আমাদের ছেলেরা তাদের কাছ থেকে শেখার জন্য মুখিয়ে আছে। বিশেষ করে আমাদের তিন বাঁহাতি স্পিনার এজাজ (প্যাটেল), মিচ (স্যান্টনার) ও রাচিনের (রাভিন্দ্রা) জন্য রাঙ্গানার সঙ্গে কাজ করা হবে দারুণ উপকারী। শ্রীলঙ্কায় আমরা দুটি টেস্টই খেলব গলে। এই ভেন্যুতে একশর বেশি উইকেট নিয়েছে সে। এই ভেন্যু নিয়ে তার ধারণা আমাদের জন্য হবে মহামূল্যবান।’
এর আগে গত বছরের ডিসেম্বরে রঙ্গনা হেরাথের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি শেষ হয়েছিল বিসিবির। নতুন করে চুক্তির বিষয়ে দুই পক্ষই আলোচনা চালিয়েছে। তবে সেই আলাপ বাস্তব পরিণতি পায়নি। কেননা বিসিবির সঙ্গে আর নতুন করে চুক্তি নবায়ন করেননি টাইগারদের সাবেক এই স্পিন কোচ।