সারে’র জার্সিতে উইকেট নিলেন সাকিব
টম অ্যাবেল ব্যাট করছিলেন ৪৯ রানে। অর্ধশতকের দোরগোড়ায় দাঁড়িয়ে সাকিব আল হাসানের মুখোমুখি তিনি। নিজের ২২তম ওভারের তৃতীয় বল করতে এলেন সাকিব। ব্যাটে-বলে মেলাতে পারলেন না অ্যাবেল। বোল্ড হয়ে ফিরলেন সাজঘরে। সাকিব পেলেন সারে’র জার্সিতে নিজের প্রথম উইকেটের দেখা।
ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশন ওয়ানে সারের হয়ে মাঠে নেমেছেন সাকিব। সমারসেটের বিপক্ষে চারদিনের ম্যাচটি শুরু হয়েছে আজ সোমবার (৯ সেপ্টেম্বর) থেকে। আগে ব্যাট করা সমারসেটের চতুর্থ উইকেটটি তুলে সারের জার্সিতে প্রথম উইকেটের স্বাদ পেলেন সাকিব। সাকিবের উইকেট পাওয়ার মুহূর্তটি শেয়ার করে সারে ক্রিকেট লিখেছে— ‘সাকিব আল হাসানের দুর্দান্ত প্রথম উইকেট।’
ইংল্যান্ডের টনটনের দ্য কুপার অ্যাসোসিয়েটস কাউন্টি গ্রাউন্ডে টস হেরে বোলিংয়ে নেমেছে সারে। নিজেদের একাদশে সাকিবকে নিয়েই মাঠে নামে দলটি। বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডারের দলে আছেন ক্যারিবিয়ান তারকা কেমার রোচও। মাঠের লড়াই শুরুর আগে বিশেষ ক্যাপ পরিয়ে সাকিবকে বরণ করে নেয় কাউন্টি ক্রিকেটের দলটি।
ইংল্যান্ড টেস্ট ও আই টি-২০ দলের কারণে আটজন খেলোয়াড়কে ছাড়তে হয়েছে সারেকে। মূলত, সেই ঘাটতি পূরণে সাকিবকে নিয়েছে ক্লাবটি। এই ম্যাচ দিয়ে ভারত সিরিজের প্রস্তুতি সারবেন সাকিব। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ভারতের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজ শুরু। সারের ম্যাচ শেষ করে দলের সঙ্গে যোগ দেবেন সাকিব।