সকালে মাঠে নামছে ব্রাজিল
লাতিন আমেরিকান ফুটবলের যে মোহনীয়তা, তার বড় কারিগর ব্রাজিলের ফুটবলাররা। পাঁচবারের বিশ্বসেরা ব্রাজিলে এখন আগের সেই জৌলুস নেই। মাঠে সাফল্য দূরে থাক, হারিয়েছে চিরায়ত সৌন্দর্য। তবু, দল নিয়ে আশাবাদী ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র।
এমন আশাবাদ নিয়ে মাঠে নামছে ব্রাজিল। ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের কনমেবল অঞ্চলে আগামীকাল বুধবার (১১ সেপ্টেম্বর) মাঠে নামছে দলটি। বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় প্যারুগুয়ের মুখোমুখি হবে ব্রাজিল। ঘরের মাঠ চাকো ডিফেন্ডার্স স্টেডিয়ামে ব্রাজিলকে আতিথ্য দেবে প্যারুগুয়ে।
নেইমারবিহীন ব্রাজিল ঠিক সহজাত খেলা খেলতে পারছে না। চলমান বিশ্বকাপ বাছাইপর্বে লাতিন অঞ্চলে ব্রাজিলের অবস্থা বেশ নাজুক। নিজেদের ফুটবল ইতিহাসে এবারই প্রথম বাছাইপর্বে হেরেছিল টানা তিন ম্যাচ। উরুগুয়ে, কলম্বিয়া ও আর্জেন্টিনার কাছে হারের পর শুরু হয় তুমুল সমালোচনা। সর্বশেষ ম্যাচে ইকুয়েডরকে ১-০ গোলে হারিয়ে কোনোমতে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছে ব্রাজিল।
সাত ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে চারে থাকা ব্রাজিলের বিপরীতে সমান ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে প্যারাগুয়ে আছে সাত নম্বরে।