চেন্নাই টেস্ট
প্রথম ইনিংসে ভারতকে কত রানে থামাতে চায় বাংলাদেশ?
চেন্নাই টেস্টের প্রথম দিনের প্রথম ইনিংসের শুরুতে বল হাতে দুর্দান্ত পারফর্ম করেন পেসাররা। এমএ চিদাম্বরম স্টেডিয়ামে ভারতের বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথমটি শুরু হয়েছে আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) থেকে। টস জিতে বোলিং বেছে নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ১৯৮২ সালের পর এই মাঠে টস জিতে বোলিং নেওয়ার প্রথম ঘটনা এটি।
অধিনায়কের এমন সাহসী সিদ্ধান্তকে বৃথা যেতে দেননি হাসান মাহমুদ। তার বোলিংয়ে দিশেহারা হয় ভারত। ৩৪ রানে তিন উইকেট হারায় স্বাগতিকরা। রোহিত শর্মা, বিরাট কোহলি, শুভমান গিল—ব্যাটিংয়ের তিন তারকাকে সাজঘরে ফেরান হাসান। একটু ধাতস্থ হওয়ার চেষ্টায় থাকা ঋষভ পন্তকেও ফেরান তিনি।
১৪৪ রানে ছয় উইকেট হারানোর পর ঘুরে দাঁড়ায় ভারত। সপ্তম উইকেটে রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার ১৯৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে চেন্নাই টেস্টের প্রথম দিন নিজেদের করে নেয় ভারত। অশ্বিনের অপরাজিত ১০২ ও জাদেজার ৮৬ রানে প্রথম ইনিংসের প্রথম দিনে ছয় উইকেটে ৩৩৯ রান নিয়ে দিন শেষ করেছে স্বাগতিকরা। ভারতের ছয় উইকেটের মধ্যে চারটিই শিকার করেন হাসান। এরপরও দিন শেষে বাংলাদেশ পিছিয়েই আছে।
বাংলাদেশের লক্ষ্য অবশ্য আগামীকাল ভারতকে বেশি রান তুলতে না দেওয়া। সংবাদ সম্মেলনে এসে হাসান জানালেন, ভারতকে ৪০০ রানের আগে অলআউট করতে চায় বাংলাদেশ। তাহলে নিজ দলের ব্যাটারদের জন্য কিছুটা সহজ হবে।
হাসান বলেন, ‘আজ শুরুটা আমাদের পক্ষে ছিল। পরে ভারতের জন্য ব্যাটিং করা সহজ হয়। আমরা তখন চেষ্টা করেছিলাম, যতটা সম্ভব রান আটকানো যায়। আজকের মতো কালও শুরুটা ভালো করতে হবে। লক্ষ্য থাকবে যত দ্রুত উইকেট নেওয়া যায়। ভারতকে ৪০০ রানের আগে অলআউট বরতে পারলে আমাদের ব্যাটারদের জন্য সুবিধা হবে। আশা করি আমরা তা পারব।’