চেন্নাই টেস্ট
বল হাতে সাফল্যের রহস্য জানালেন হাসান
চেন্নাই টেস্টর প্রথম দিনের শুরুটা দারুণভাবে করে বাংলাদেশ। তবু, দিন শেষে হতাশাই সঙ্গী হলো বাংলাদেশের। সপ্তম উইকেটে রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার ১৯৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে বাংলাদেশের আশা মাড়িয়ে আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) চেন্নাই টেস্টের প্রথম দিন নিজেদের করে নেয় ভারত। ছয় উইকেটে ৩৩৯ রান নিয়ে আগামীকাল দিন শুরু করবে স্বাগতিকরা। অশ্বিন ১০২ ও জাদেজা অপরাজিত আছেন ৮৬ রানে।
শুরুতে ভারতের টপঅর্ডার একাই কাঁপিয়ে দিয়েছিলেন হাসান মাহমুদ। দ্বিতীয় সেশনেও ধরে রাখেন ছন্দ। অশ্বিন ও জাদেজা মিলে টেস্টের প্রথমদিন ভারতময় করে তোলার আগ পর্যন্ত সময়টা ছিল বাংলাদেশের। আরও নির্দিষ্ট করে বললে, হাসান মাহমুদের। ৩৪ রানে প্রথম তিন উইকেট হারায় ভারত। রোহিত শর্মা, বিরাট কোহলি, শুভমান গিল—ব্যাটিংয়ের তিন বিভীষণকে সাজঘরে ফেরান হাসান একাই। এরপর অবশ্য ৬২ রানের জুটি গড়ে ঋষভ পন্ত ও যশস্বী জাইসওয়াল ভারতকে কিছুটা স্বস্তির জায়গায় নিয়ে যান। স্বস্তিতে বেশিক্ষণ থাকতে পারেনি ভারতীয়রা। আবারও হাসানের আঘাত। এবার শিকার পন্ত, উইকেটের পেছনে সেই লিটনের হাতে ধরা।
১৮ ওভারে চার মেডেনসহ ৫৮ রানে চার উইকেট নেন। টেস্টের প্রথম দিনে বাংলাদেশের সফল বোলার হাসান। দিন শেষে সংবাদ সম্মেলনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিজের সাফল্যের রহস্য জানান হাসান। তার মতে, পরিকল্পনা ঠিক রেখে বল করাতেই এসেছে সাফল্য।
হাসান বলেন, ‘আমার পরিকল্পনা স্পষ্ট ছিল। নতুন বলে নিজের শক্তির জায়গাটা ধরে রাখতে চেয়েছি। নিজের জায়গাটা বের করে নিয়েছিলাম। সেভাবে লাইন ঠিক রেখে ঠিক জায়গায় বল ফেলার চেষ্টা করেছি। যতটা সম্ভব গতি রাখতে চেয়েছি। ভালো লাগছে পরিকল্পনামাফিক বল করতে পেরে। দিন শেষে আমি সফল হয়েছি।’