সাকিবের শেষটা আরও ভালো হতে পারত : ফাহিম
কানপুর টেস্ট শুরুর আগে সংবাদ সম্মেলনে এলেন সাকিব আল হাসান। এসে সাদা পোশাককে বিদায় জানালেন তিনি। দেশের মাটিতে আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে বিদায় বলতে চান। বর্তমান প্রেক্ষাপটে যা ভীষণ কঠিন। সেই হিসেবে আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া কানপুর টেস্ট লাল বলে সাকিবের সম্ভাব্য শেষ খেলা।
বর্ণাঢ্য ক্যারিয়ারের শেষটা মলিনই বলা চলে। সাকিবের সঙ্গে যা বড্ড বেমানান। তবু, সময়ের ওপর কারও হাত নেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) অনেকটাই ইঙ্গিত দিয়ে রেখেছে দেশের মাটিতে সাকিবের খেলার সম্ভাবনা নেই। মিরপুরে গতকাল সংবাদ সম্মেলনে বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিমও দিলেন সেই ইঙ্গিত। তবে তার মতে, সাকিব সবার মনের মধ্যে থেকে যাবেন।
নাজমুল আবেদীন বলেন, 'সাকিব সবার মনের মধ্যে থেকে যাবে। কারও কাছে ইতিবাচকভাবে, কারও কাছে নেতিবাচক। আমার মনে হয় শেষটা ভালো হলে ভালো হতো। শেষটা ভালো বলতে, শেষটা যদি ঘরের মাঠে করতে পারত, ভালো হতো। সবার ভালোবাসা নিয়ে সে বিদায় নিতে পারলে তা ভালো দেখাত। সেটি হয়নি। আসলে খেলাটাই শেষ কথা নয়। খেলার বাইরেও একটা জীবন থাকে। তা খুব গুরুত্বপূর্ণ।'
এর আগে সাকিবের নিরাপত্তা ইস্যুতে বিসিবি প্রধান ফারুক আহমেদ বলেছেন, ‘আমি তো আসলে কোনো এজেন্সি না, পুলিশ বা র্যাব নই। এটা আসলে আমার বা বিসিবির হাতে না। নিরাপত্তা সরকারি পর্যায় থেকে আসতে হবে। আমরা আসলে এটাতে তেমন একটা অংশ হতে পারব না। এই মুহূর্তে আমরা কিছু বলতে পারব না বোর্ড থেকে কী করতে পারি। ব্যক্তি পর্যায়ে একজন মানুষকে নিরাপত্তা দেওয়ার সামর্থ্য আমাদের নেই।’