কবে দলে ফিরবেন নেইমার, মুখ খুললেন ব্রাজিল কোচ
একের পর এক চোট নিয়ে বেশ বিপাকে ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার। ক্লাবের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে নিজেকে প্রমাণের সুযোগই পাচ্ছেন না এই ফুটবলার। কবে জাতীয় দলের জার্সিতে ফিরবেন এই ফুটবলার সেটাও নিশ্চিত নয়। এই বিষয়ে এবার মুখ খুললেন ব্রাজিল জাতীয় ফুটবল দলের কোচ দরিভাল জুনিয়র।
গতকাল শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিশ্বকাপ বাছাইয়ের পরবর্তী দুই ম্যাচের দল ঘোষণার সময় নেইমার প্রসঙ্গে ব্রাজিল কোচ দরিভাল বলেন, ‘নেইমার কতটা গুরুত্বপূর্ণ আমাদের দলের জন্য, সেটা সবারই জানা। সে নিজের চেনা ছন্দে ফিরবে, সেই আশাতেই আমরা অপেক্ষায় আছি। আমাদের এখন অপেক্ষা করা ছাড়া তেমন কিছুই করার নেই। যদি সে অক্টোবর, নভেম্বর কিংবা ফেব্রুয়ারিতেও না ফিরতে পারে, তাতেও আমাদের সমস্যা নেই।’
দরিভাল আরও যোগ করেন, ‘সে পুরোপুরি আত্মবিশ্বাসের সঙ্গে ফিরবে, তেমনটাই আমাদের প্রত্যাশা। তার সামর্থ্য নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই। আমরা দলের চিকিৎসকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখার চেষ্টা করছি। আশা করছি হয়তো খুব দ্রুতই সে ফিরে আসবে। ভক্তরাও সেই অপেক্ষায় আছেন।’
গত বছরের আগস্টে আল হিলালে নাম লেখানো নেইমার সৌদি ক্লাবটির হয়ে খেলতে পেরেছেন মোটে তিনটি ম্যাচ। খেলতে পারেননি দক্ষিণ আমেরিকা অঞ্চলের শ্রেষ্ঠত্বের আসর কোপা আমেরিকায়। তারকা এই ফুটবলারকে ছাড়া খুব একটা ছন্দে নেই ব্রাজিল। পয়েন্ট তালিকার পাঁচে অবস্থান সেলেসাওদের। শীর্ষ ছয় দল সরাসরি খেলবে ২০২৬ বিশ্বকাপে। সপ্তম দলের সামনে সুযোগ থাকবে প্লে অফ খেলে বিশ্বকাপে জায়গা করে নেওয়ার।