গোল করলেন মেসি, তবুও জয়হীন মায়ামি
মেজর লিগ সকারে কিছুতেই চেনা ছন্দ খুঁজে পাচ্ছে না ফ্লোরিডার ক্লাব ইন্টার মায়ামি। শুরুর বেশকটি ম্যাচে তারকা ফুটবলার লিওনেল মেসিকে পায়নি দলটি। আর্জেন্টাইন এই কিংবদন্তি ফিরলেও জয়ের দেখা পাচ্ছে না মায়ামি। টানা তৃতীয় ম্যাচে ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হলো টাটা মার্টিনো শিষ্যদের। এবার হোঁচট খেল শারলট এফসির বিপক্ষে।
গতকাল শনিবার (২৮ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ৮টায় শারলটের বিপক্ষে ম্যাচে ১-১ গোলে ড্র করেছে মায়ামি। দলটির হয়ে একমাত্র গোলটি করেন মেসি। তবে, তার সেই গোল জয়ের জন্য যথেষ্ঠ ছিল না। আক্রমণ, গোল অভিমুখে শট কিংবা বল দখলের লড়াই, সবদিকেই এগিয়ে ছিল মায়ামি।
ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণে শারলটের রক্ষণভাগকে ব্যস্ত রাখে মায়ামির ফরোয়ার্ডরা। তবে, কিছুতেই পারছিল না কাঙ্খিত গোলের দেখা। সুযোগ পেয়েছিল শারলটও, তবে তারাও কাজে লাগাতে ব্যর্থ। গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দুদল।
অবশ্য দ্বিতীয়ার্ধে পাল্টে যায় ম্যাচের দৃশ্যপট। ম্যাচের ৫৭তম মিনিটে মায়ামি সমর্থকদের স্তব্ধ করে দেন শারলট এফসির ক্যারল সুইডারস্কি। তার গোলে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ে মায়ামি। গোল হজম করে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে ক্লাবটি। অবশ্য দশ মিনিটের মাথায় গোলের দেখা পায় মায়ামিও।
ম্যাচের ৬৭তম মিনিটে ডি-বক্সের বেশ খানিকটা দূর থেকে বাঁ পায়ের জাদুতে দলকে সমতায় ফেরান মেসি। তার গড়ানো শটে লাফ দিয়েও নাগাল পাননি প্রতিপক্ষ গোলরক্ষক। বাকি সময়ে আক্রমণ করলেও ব্যবধান বাড়াতে পারেনি দলটি। শেষমেশ ১-১ সমতায় মাঠ ছাড়তে হয় দলটিকে। অবশ্য পয়েন্ট হারালেও এখনও শীর্ষস্থান ধরে রেখেছে মায়ামি।