ফিফটির আক্ষেপ নিয়ে লিটনের বিদায়
প্রথম দুই ম্যাচে সামর্থ্যের প্রমাণ দিতে না পারলেও তৃতীয় টি-টোয়েন্টিতে ভালো শুরু করেছিলেন ব্যাটার লিটন দাস। তবে, ইনিংস খুব বেশি বড় করতে পারেননি। সেট হয়েও উইকেট বিলিয়ে দেন এই ব্যাটার। করেন ২৫ বলে ৪২ রান। তার বিদায়ে দলীয় ১১২ রানের মাথায় চতুর্থ উইকেট হারাল সফরকারীরা।
দুই ওপেনারের পর ফিরলেন অধিনায়ক শান্ত
বড় সংগ্রহ তাড়ায় নেমে যেমন শুরুর প্রত্যাশা করেছিল বাংলাদেশ, দুই ওপেনারের ব্যর্থতায় সেটি আর হয়নি। দুই ওপেনারকে হারানোর পর এবার অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে হারাল বাংলাদেশ। দলীয় ৫৯ রানের মাথায় রবির বলে উইকেটরক্ষক ব্যাটার সানজু স্যামসনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন সাজঘরে। ১১ বলে ১৪ রান আসে তার ব্যাট থেকে।
প্রথম বলেই উইকেট হারাল বাংলাদেশ
লক্ষ্যটা ২৯৮! এত বড় লক্ষ্য তাড়ায় অবিশ্বাস্য কিছু করার বিকল্প নেই বাংলাদেশের সামনে। তাই বলে ইনিংসের প্রথম বলেই উইকেট হারাবে, এটা অনেকটাই অপ্রত্যাশিত। ভারতীয় পেসার মায়াঙ্ক যাদবের লাফিয়ে ওঠা বলে স্লিপে থাকা রিয়ান পরাগের হাতে ধরা পড়েন ওপেনার পারভেজ হোসেন ইমন। রানের খাতাই খুলতে পারেননি তিনি।
সূর্য-স্যামসন তাণ্ডবে ভারতের সর্বোচ্চ রানের রেকর্ড
হায়দরাবাদের ব্যাটিং উইকেটে পরিপূর্ণ পারফরম্যান্স মেলে ধরে ভারতকে হারানোর আশায় মাঠে নেমেছিল চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। সেই আশায় গুড়েবালি! মুস্তাফিজ-রিশাদদের তুলোধুনো করে রাজীব গান্ধী স্টেডিয়ামে রীতিম রানবন্যা বইয়ে দিল ভারত। দুই ব্যাটার সূর্যকুমার যাদব ও সানজু স্যামসনের ব্যাটিং তাণ্ডবে রেকর্ড সংগ্রহ দাঁড় করিয়েছে গৌতম গম্ভীরের শিষ্যরা। আজ শনিবার (১২ অক্টোবর) রাজীব গান্ধী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে দুই ব্যাটার সূর্যকুমার যাদব ও সানজু স্যামসনের ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২৯৭ রান তোলে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ১১১ রান করেন সানজু স্যামসন।