বলিভিয়ার বিপক্ষে পূর্ণ শক্তির দল পাচ্ছে আর্জেন্টিনা
বিশ্বকাপ বাছাইয়ে দারুণ ছন্দে ছিল বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে, সর্বশেষ দুই ম্যাচে ভিন্ন চেহারায় দেখা যায় আলবিসেলেস্তেদের। কলম্বিয়ার কাছে হারের পর ভেনেজুয়েলার সঙ্গে ড্র। টানা দুই ম্যাচে পয়েন্ট খোয়ানোর পর জয়ে ফিরতে বুধবার ভোরে বলিভিয়ার বিপক্ষে মাঠে নামছে লিওনেল স্কালোনি শিষ্যরা। এই লড়াইয়ের আগে সুসংবাদ পেল তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
ঘরের মাঠে বলিভিয়ার বিপক্ষে জিততে মরিয়া আলবিসেলেস্তেরা। এই ম্যাচে আর্জেন্টিনার একাদশে দুটি পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস। প্রতিবেদন অনুসারে, চোট কাটিয়ে শুরুর একাদশে ফিরছেন ম্যাকঅ্যালিস্টার। এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরছেন ক্রিস্টিয়ান রোমেরো। যা স্কালোনির জন্য বেশ স্বস্তির।
এই দুই তারকা ছাড়াও ফরোয়ার্ড লাউতারো মার্তিনেজকেও দেখা যেতে পারে শুরুর একাদশে। ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে বেঞ্চ থেকে শুরু করেছিলেন তিনি। সেক্ষেত্রে আগের ম্যাচেই প্রথমবার শুরুর একাদশে জায়গা পাওয়া থিয়াগো আলমাদাকে থাকতে হতে পারে বেঞ্চে। একই দিনে লাতিন আমেরিকার আরেক দল ব্রাজিলও মাঠে নামছে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে। তাদের প্রতিপক্ষ পেরু।
দক্ষিণ আমেরিকা অঞ্চলে বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্ট তালিকায় শীর্ষ স্থানে আছে আর্জেন্টিনা। ৯ ম্যাচে সবচেয়ে বেশি পয়েন্ট আর্জেন্টিনার, তাদের পয়েন্ট ১৯। ১৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে কলম্বিয়া। ৬ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে চিলি। গত ম্যাচের জয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে ব্রাজিল। ৯ ম্যাচে তাদের পয়েন্ট ১৩।
বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ : জেরোনিমো রুলি, নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নিকোলাস তাগলিয়াফিকো; রদ্রিগো দি পল, এঞ্জো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার; লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজ ও হুলিয়ান আলভারেজ।