সাকিবের বিরুদ্ধে শিক্ষার্থীদের অবস্থান, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি
ক্যারিয়ারের শেষ টেস্ট দেশের মাটিতে খেলার ইচ্ছে পোষণ করেছিলেন অলরাউন্ডার সাকিব আল হাসান। সেই হিসেবে বৃহস্পতিবার তার দেশে ফেরার কথা থাকলেও আপাতদৃষ্টিতে সেটি প্রায় অসম্ভব মনে হচ্ছে। কেননা নিরাপত্তা শঙ্কা থাকায় তাকে দেশে আসতে মানা করা হয়েছে। তারকা এই ক্রিকেটারের দেশে ফেরার খবরে মিরপুরে স্টেডিয়ামের সামনে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করছেন ছাত্র-জনতা।
আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সাকিবকে খেলতে না দিতে স্টেডিয়াম প্রাঙ্গণে বিক্ষোভ করছেন মিরপুরের ছাত্র-জনতা। এদিন মিরপুর স্টেডিয়ামের মূল মাঠ ও একাডেমি মাঠে অনুশীলন করেছে সফরে আসা দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। দলটির নিরাপত্তার স্বার্থে মিরপুর-২ থেকে প্রশিকা মোড় পর্যন্ত রাস্তা বন্ধ করে রাখে আইনশৃঙ্খলাবাহিনী।
এসময় সাকিবের বিরুদ্ধে লেখা বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড হাতে দেখা যায় তাদের। শুধু তাই নয় সাকিবের বিরুদ্ধে নানা ধরনের স্লোগান দিতেও দেখা যায়। বিসিবি কার্যালয়ে গিয়ে স্মারকলিপি জমা দিয়েছেন কয়েকজন। সাকিব যেন দেশের মাটিতে খেলতে না পারে, সেই বিষয়টি নিশ্চিত না করা হলে আগামীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারির কথা বলা হয় স্মারকলিপিতে।
স্মারকলিপি প্রদান শেষে ‘মিরপুরের ছাত্র-জনতার’ প্রতিনিধি পরিচয়ে কথা বলেন আল মাসনূন। সেখানে তিনি সাকিবকে মিরপুর টেস্টের দল থেকে বাদ দেওয়ার দাবি জানান। তা না হলে মিরপুর ব্লকেড করা হবে। এমন পরিস্থিতিতে সাকিবের দেশে ফেরা বেশ কঠিন।