বার্নাব্যুতে বর্ণবাদের শিকার বার্সা তারকা, ব্যবস্থা নেওয়ার ঘোষণা রিয়ালের
একজন ফুটবলারের ওপর বর্ণবাদ কতটা নেতিবাচক প্রভাব ফেলে, তা রিয়াল মাদ্রিদের চেয়ে ভালো কে জানে! মাদ্রিদের অন্যতম সেরা ফুটবলার ভিনিসিয়াস জুনিয়রকে প্রতিনয়ত বর্ণবাদের শিকার হতে হয়। সম্প্রতি ভিনির ওপর হওয়া আচরণের ভিত্তিতে চারজনকে গ্রেপ্তারও করেছে স্পেন পুলিশ।
এবার রিয়াল মাদ্রিদের মাঠে বর্ণবাদের শিকার হয়েছেন বার্সেলোনার ফুটবলাররা। সর্বশেষ এল ক্ল্যাসিকো অনুষ্ঠিত হয়েছিল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে। সেখানেই বার্সার তিন ফুটবলার লামিনে ইয়ামাল, আনসু ফাতি ও আলেসান্দো বালদে বর্ণবৈষ্যমের শিকার হন।
এই ঘটনায় রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ অবশ্য বিবৃতি দিয়ে পাশে দাঁড়িয়েছে বার্সা ফুটবলারদের। ঘটনার নিন্দা জানানোর পাশাপাশি নিজেরা লজ্জিত হয়েছে বলে জানায় লস ব্লাংকো কর্তৃপক্ষ। এমনকি ইতোমধ্যে দোষীদের খুঁজে বের করে শাস্তি দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে রিয়াল মাদ্রিদ।
রিয়াল মাদ্রিদের পাশাপাশি এই ঘটনায় নিন্দা জানিয়েছে লা লিগা কর্তৃপক্ষ। মাদ্রিদের সঙ্গে দোষীদের খুঁজে বের করার কাজ করবে বলে জানিয়েছে স্প্যানিশ পুলিশও। স্পেন সরকারের পক্ষ থেকেও দেওয়া হয়েছে বিবৃতি। যাতে জানানো হয়, দেশে কোনোভোবেই বর্ণবাদকে ঠাঁই দেবে না সরকার। এসবের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। দোষীদের খুঁজে বের করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।