বুধবার মুকুট ধরে রাখার মিশন বাংলাদেশের
সময়টা ২০২২ সাল। প্রতিপক্ষ নেপালকে হারিয়ে প্রথমবার দক্ষিণ এশিয়ার মেয়েদের সর্বোচ্চ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ নারী দল। চ্যাম্পিয়ন মেয়েদের নিয়ে ইউরোপিয়ান ফুটবলের স্টাইলে ছাদখোলা বাসে করা হয় রাজকীয় শোভাযাত্রা। ট্রফি জেতা মেয়েদের নিয়ে উৎসবে ফেটে পড়ে পুরো ঢাকাবাসী।
সেই একই উৎসবের সামনে আবারও দাঁড়িয়ে বাংলাদেশ। দুই বছর পর একই প্রতিপক্ষ, একই ভেন্যুতে শিরোপা ধরে রাখার মিশনে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা। নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে আগামীকাল বুধবার (৩০ অক্টোবর) মুখোমুখি হবে গেলবারের দুই ফাইনালিস্ট বাংলাদেশ-নেপাল। ম্যাচ শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ৭টায়।
কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে শিরোপা যুদ্ধে নামার আগে নির্ভার বাংলাদেশ। আগের ম্যাচেই ভুটানকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছেন তহুরা খাতুনরা। তার আগে উড়িয়ে দিয়েছে ভারতের মেয়েদের। চ্যাম্পিয়নদের মতো প্রত্যাশা মাফিক পারফর্ম করে এবার ফাইনালে নিজেদের মুকুট ধরে রাখার লড়াই সাবিনা খাতুনদের।
অন্যদিকে গেল আসরে বাংলাদেশের কাছেই শিরোপা হারিয়েছিল নেপাল। ফাইনালে বাংলাদেশের কাছে ৩-১ গোলে হেরে শিরোপার স্বপ্ন ভেস্তে যায় তাদের। এবার একই প্রতিপক্ষের বিপক্ষে পুরোনো স্বপ্ন পূরণে বদ্ধপরিকর নেপাল। নিজ ঘরের মাঠে প্রথমবার শিরোপা জয়ের আরেকটি সুযোগ স্বাগতিকদের সামনে।
ফাইনালে মহারণের আগের দিন নেপালের আর্মি হেডকোয়ার্টার্স গ্রাউন্ডে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরেছেন বাংলার মেয়েরা। তার আগের দিন সময় কাটিয়েছে জিমনেশিয়াম ও সুইমিংপুলে। টানা জয়ের ছন্দ আর আত্মবিশ্বাসে পরিপূর্ণ পিটার জেমস বাটলারের শিষ্যরা। এবার সেই স্বপ্নের পূর্ণতা সবুজ মাঠে সাবিনা-আফিদারা কতটা দিতে পারেন সেটাই দেখার অপেক্ষা।