বাংলাদেশ দলের কোচিং প্যানেলে ফিরলেন সালাউদ্দিন
বাংলাদেশ দলে দেশি কোনো কোচ না থাকার আক্ষেপ দীর্ঘদিনের। সম্প্রতি তা নিয়ে হয়েছে আলোচনা-সমালোচনা। অবশেষে, দেশি কাউকে জাতীয় দলের কোচিং প্যানেলে যুক্ত করল বিসিবি। মোহাম্মদ সালাউদ্দিনকে বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এক বিবৃতিতে আজ মঙ্গলবার (৫ নভেম্বর) বিষয়টি জানিয়েছে বিসিবি।
সালাউদ্দিনের সঙ্গে বিসিবির চুক্তি ২০২৫ সালের ১৫ মার্চ পর্যন্ত। তাকে নিয়োগ দেওয়া প্রসঙ্গে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, ’আমি সভাপতির দায়িত্ব নেওয়ার পর বলেছিলাম, যোগ্য ব্যক্তিদের জাতীয় দলের কোচিং প্যানেলে সুযোগ দেব। সালাউদ্দিন তার মেধা, জ্ঞান ও অভিজ্ঞতার মাধ্যমে অন্যদের চেয়ে এগিয়ে ছিলেন। এই পদের জন্য তাকে আমাদের আদর্শ মনে হয়েছে। আমি বিশ্বাস করি, তার হাত ধরে বাংলাদেশের কোচিং পদ্ধতিতে আরও যোগ্য লোক সামনের দিনে আসবেন।’
কোচ হিসেবে সালাউদ্দিনের ক্যারিয়ার বেশ দীর্ঘ ও সমৃদ্ধ। দুই দশকের কোচিং ক্যারিয়ারে এর আগেও জাতীয় দলের সঙ্গে কাজ করেছিলেন তিনি। ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত বাংলাদেশ দলের সহকারী ও ফিল্ডিং কোচ ছিলেন। বিসিবির ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির সঙ্গেও কাজ করেছিলেন এক বছর। তাছাড়া, ঘরোয়া ক্রিকেটে তিনি ভীষণ পরিচিত মুখ। তার অধীনে বিপিএলে একাধিক শিরোপা ঘরে তুলেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টুর্নামেন্টের সফলতম ফ্র্যাঞ্চাইজি হিসেবে কুমিল্লাকে গড়ে তুলেছিলেন সালাউদ্দিন।
এর আগে আজ দুপুরে বিসিবি কার্যালয়ে ফারুক আহমেদের সঙ্গে দেখা করেন সালাউদ্দিন। দুজনের আলোচনাতে চূড়ান্ত হয় নিয়োগ। তবে, আগামীকাল থেকে শুরু হওয়া আফগানিস্তান সিরিজ নয়, সালাইদ্দিনের কাজ শুরু হবে ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে। সেই সফর থেকে আগামী বছর অনুষ্ঠেয় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত কাজ করবেন প্রধান কোচ ফিল সিমন্সের সহকারী।