সিরিজ জয়ের লক্ষ্য অস্ট্রেলিয়ার, পাকিস্তানের আশা সমতায় ফেরা
প্রথম ম্যাচ জিতে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে অস্ট্রেলিয়া। জয়ের ধারা অব্যাহত রেখে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ নিশ্চিত করতে চায় স্বাগতিক অসিরা। পক্ষান্তরে প্রথম ম্যাচে হারের ক্ষত ভুলে সিরিজে সমতা আনতে মরিয়া পাকিস্তান। এমন লক্ষ্য নিয়ে আগামীকাল শুক্রবার (৮ নভেম্বর) সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে পাকিস্তান-অস্ট্রেলিয়া। অ্যাডিলেডে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় শুরু হবে দ্বিতীয় ওয়ানডে।
মেলবোর্নে সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে ২ উইকেটে হারায় অস্ট্রেলিয়া। দুর্দান্ত বোলিং নৈপুন্যে পাকিস্তানকে ২০৩ রানে গুটিয়ে দেয় স্টার্ক-কামিন্সরা। পাকিস্তানের নতুন অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান সর্বোচ্চ ৪৪ রান করেন। এছাড়া নাসিম শাহ ৪০ ও সাবেক দলনেতা বাবর আজম ৩৭ রান করেন। অস্ট্রেলিয়ার পক্ষে স্টার্ক ৩টি, কামিন্স ও এডাম জাম্পা ২টি করে উইকেট নেন।
পাকিস্তানের দেওয়া ২০৪ রানের সহজ টার্গেট স্পর্শ করতে গিয়ে ঘাম ঝড়েছে অস্ট্রেলিয়ার। ১৫৫ রানে ৭ উইকেট পতনে হারের মুখে ছিটকে পড়ে অসিরা। তবে অধিনায়ক প্যাট কামিন্সের ব্যাটিং দৃঢ়তায় স্বস্তির জয় পায় অস্ট্রেলিয়া। নয় নম্বরে ব্যাট হাতে নেমে ৩১ বলে ৩২ রানের অধিনায়কোচিত ইনিংস খেলেন কামিন্স। এছাড়াও অসিদের পক্ষে জশ ইংলিশ ৪৯ ও স্টিভেন স্মিথ।
ম্যাচ জিতলেও দলের ব্যাটারদের পারফরম্যান্সে খুশি নন কামিন্স। তার প্রত্যাশা, দ্বিতীয় ম্যাচে ব্যাটাররা জ্বলে উঠবে। তিনি বলেন, ‘প্রথম ম্যাচে ব্যাটাররা ভালো করতে পারেনি। বড় ইনিংস খেলে ম্যাচ শেষ করার দায়িত্ব নিতে হবে। স্মিথ ও ইংলিশ ভালো করলেও, বড় ইনিংস খেলার সুযোগ হাতছাড়া করেছে তারা। মিডল অর্ডারকে আরও দায়িত্বশীল হতে হবে। বোলার-ব্যাটাররা একত্রে ভালো করলে, এক ম্যাচ বাকী থাকতেই সিরিজ জিততে পারবো আমরা।’
অন্যদিকে, টপ ও মিডল অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় প্রথম ম্যাচে বড় সংগ্রহ গড়তে পারেনি পাকিস্তান। সিরিজে টিকতে থাকতে হলে দ্বিতীয় ম্যাচে ব্যাটারদের সাফল্য পেতে হবে বলে মনে করেন পাকিস্তান অধিনায়ক রিজওয়ান।
রিজওয়ান বলেন, ‘অস্ট্রেলিয়ার পিচে বেশিরভাগ সময় বোলাররাই সাফল্য পেয়ে থাকে। এজন্য ব্যাটারদের জন্য সবসময়ই বাড়তি চ্যালেঞ্জ থাকে। প্রথম ম্যাচে সেটিই হয়েছে। দুদলের কেউই হাফসেঞ্চুরিও স্পর্শ করতে পারেনি। আশা করবো, দ্বিতীয় ম্যাচেই ব্যাটাররা নিজেদের সেরা চেহারায় ফিরবে এবং দলের জয়ে অবদান রাখতে পারবে। সিরিজ সমতা আনতে আমরা সেরা পারফরম্যান্স করার চেষ্টা করবো।’