কপাল পুড়ছে পাকিস্তানের, চ্যাম্পিয়নস ট্রফির নতুন আয়োজক কে?
চ্যাম্পিয়নস ট্রফি শুরু হতে মাত্র মাস তিনেক বাকি। তবে, ভারতের আপত্তিতে এখনও অনিশ্চয়তার বেড়াজালে এই টুর্নামেন্ট। কিছুতেই পাকিস্তানে খেলতে যাবে না ভারত। খেলা হতে হবে হাইব্রিড মডেলে। ভারতের এমন দাবি মানতে নারাজ পাকিস্তানও। এমন পরিস্থিতিতে হাইব্রিড মডেল না মানলে কপাল পুড়তে পারে পাকিস্তানের।
আজ মঙ্গলবার (১২ নভেম্বর) বেশ কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তান থেকে সরে যেতে পারে চ্যাম্পিয়নস ট্রফি। সেক্ষেত্রে আয়োজক হিসেবে আইসিসির ভাবনায় রয়েছে দক্ষিণ আফ্রিকা। জনপ্রিয় ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকইনফো জানিয়েছে, পিসিবির চাওয়া অনুযায়ী পাকিস্তানে খেলতে না যাওয়ার কারণ জানিয়েছে বিসিসিআই।
সেই চিঠিতে বিসিসিআই জানিয়েছে, সরকারের অনুমতি না মেলায় কোহলিদের পক্ষে পাকিস্তানে যাওয়া সম্ভব নয়। এমন অবস্থায় হাইব্রিড মডেলের প্রস্তাব দেয় বিসিসিআই। তবে এমন দাবি মেনে নেয়নি পিসিবি। সভাপতি মহসিন নাকভি জানিয়েছেন, কোনো ভাবেই ভারতের প্রস্তাব মেনে নেবে না ভারত। এরপরই বিষয়টি নিয়ে সরাসরি হস্তক্ষেপ করে খোদ আইসিসি। পিসিবিকে হাইব্রিড মডেল মেনে নিতে চাপ দেওয়া হচ্ছে বলেও দাবি ভারতীয় সংবাদমাধ্যমগুলোর।
উল্লেখ্য, এর আগে ভারতের আপত্তির কারণে হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হয়েছিল ২০২৩ এশিয়া কাপ। সেইসময় মেনে নিলেও এবার কিছুতেই ভারতের দাবি মেনে নিতে নারাজ পিসিবি। শেষ পর্যন্ত যদি হাইব্রিড মডেল না মেনে নেয় পাকিস্তান, তাহলে আবারও দেশের মাটিতে এতবড় টুর্নামেন্ট দেখার সুযোগ হারাবেন দেশটির সমর্থকরা।