আর্থিক সংকটে গ্র্যান্ডমাস্টার জিয়ার পরিবার, পাশে দাঁড়ালেন তামিম
গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান—দেশের হয়ে অর্জন করেন গ্র্যান্ডমাস্টার খেতাব। দেশ-বিদেশে অর্জন করেছেন বহু পুরস্কার। মাস চারেক আগে দাবা খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন কিংবদন্তি এই দাবাড়ু। তার আকস্মিক মৃত্যুতে আর্থিক সংকটে পড়ে যায় তার পরিবার। এমতবস্থায় জিয়ার পরিবারের পাশে দাঁড়ালেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল।
আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) তার স্ত্রী ও সন্তানকে ডেকে নেন মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে। সেখানে জিয়ার পরিবারের হাতে পাঁচ লাখ টাকা তুলে দেন তামিম। তার সঙ্গে দেখা ও দীর্ঘক্ষণ আলাপের পর জিয়ার স্ত্রী লাবণ্য বলেন, ‘উনি আমার সঙ্গে কথা বললেন, তিনি তো আসলে বাংলাদেশে ক্রিকেট জগতের ভালো একজন খেলোয়াড়। সবসময় আমরা তাকে পছন্দ করি। আমার ছেলের ব্যাপারে কথা বললো। জিয়াকে সম্মান করলো। আমার ছেলের জন্য পাঁচ লাখ টাকা দিয়েছে।’
তিনি আরো যোগ করেন, ‘আপনাদের কাছে আমি সবসময় বলেছি আমার ছেলেকে নিয়ে সামনে আগানো দরকার। এটার জন্য সম্মিলিত সাহায্য দরকার। সবাই যদি এগিয়ে আসে তাহলে আমার মনে হয় সবকিছু ভালো হবে।’
জিয়ার ছেলে তাহসিন বলেন, ‘উনি তো অনেক বড় একজন ক্রিকেটার বাংলাদেশের। উনার সঙ্গে দেখা করতে পেরে ভালো লাগছে। উনি অনেক পরামর্শ দিলো জীবনের ব্যাপারে। এটা অনেক বড় অনুপ্রেরণা ছিল। উনি বললো দাবার সঙ্গে পড়াশোনাও চালিয়ে যেতে।’
উল্লেখ্য, জিয়ার ছেলে তাহসিন তাজওয়ার ফিদে মাস্টার। সম্প্রতি হাঙ্গেরিতে দাবা অলিম্পিয়াড ও তিনটি আমন্ত্রণমূলক টুর্নামেন্ট খেলে দেশে ফিরেছেন। জিয়ার স্বপ্ন ছিল তার ছেলে সুপার গ্র্যান্ডমাস্টার হবে একদিন। কিন্তু আচমকা বাবার মৃত্যুর পর ছেলের সেই স্বপ্নপূরণ যেন থমকে গেছে।