জাকারিয়া পিন্টু নিজেই ছিলেন প্রতিষ্ঠান : মোসাদ্দেক আলী
স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক ও বীর মুক্তিযোদ্ধা জাকারিয়া পিন্টু নিজেই ছিলেন প্রতিষ্ঠান বলে মন্তব্য করেছেন এনটিভির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী।
জাতীয় পুরস্কারপ্রাপ্ত ফুটবলার জাকারিয়া পিন্টু গতকাল সোমবার (১৮ নভেম্বর) মারা যান। আজ অনুষ্ঠিত হয়েছে তার জানাজা। বাফুফে ভবনের প্রাঙ্গন ও মোহামেডান ক্লাবে অনুষ্ঠিত হয় তাঁর জানাজা।
দেশের ফুটবলে জাকারিয়া পিন্টুর অবদান অবিস্মরণীয়। ফুটবল ছাড়ার পর ক্রীড়া সংগঠক হওয়া পিন্টু জড়িত ছিলেন মোহামেডান ক্লাবের সঙ্গে। তাঁর জানাজায় আজ উপস্থিত ছিলেন এনটিভির চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী। তিনি জানান, পিন্টু নিজেই ছিলেন একটি প্রতিষ্ঠান।
মোহাম্মদ মোসাদ্দেক আলী বলেন, ‘আমরা মনে করি, জাকারিয়া পিন্টু ব্যক্তি নয়, তিনি নিজেই একটা প্রতিষ্ঠান। এমন ব্যক্তিকে হারিয়ে জাতি আজ শোকাহত। খেলার প্রতি তার যে ভালোবাসা, এটি যদি আমরা সবাই ধরে রাখতে পারি, তাহলেই তাকে মূল্যায়ন করা হবে।’
গতকাল বেলা ১১টা ৫০ মিনিটে ধানমণ্ডিতে অবস্থিত ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। এর আগে ১৭ নভেম্বর সন্ধ্যায় বুকে ব্যথা অনুভব করেন পিন্টু। নিজ বাসায় হঠাৎ করে মাটিতে লুটিয়ে পড়েন। দ্রুত হাসপাতালে নিয়ে আসে তাঁর পরিবার। রাখা হয় আইসিউইতে। চিকিৎসকরা জানান, হৃদযন্ত্রে ব্যথা হওয়ায় এই অবস্থা হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, লিভার ও কিডনিতেও সমস্যা ছিল কিংবদন্তি এই ফুটবলারের। শেষ পর্যন্ত তাকে চলে যেতে হয় না ফেরার দেশে।