আইপিএলের মেগা নিলামের খুঁটিনাটি
১০ দল নিয়ে রবি ও সোমবার দুদিনে হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর মেগা নিলাম। এবারের নিলামে দল পাওয়ার দৌড়ে আছেন ৫৭৪ জন। অনেক চমক ও কৌতূহলের জন্ম দিতে পারে বিশ্বের সবচেয়ে খরুচে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি আসরের এই নিলাম।
মেগা নিলাম: কখন-কীভাবে
আগামী ২৪ ও ২৫ নভেম্বর অনুষ্ঠিত হবে এবারের আইপিএলের নিলাম। সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিতব্য সেই নিলামকে সামনে রেখে সবধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বিসিসিআই। এই নিয়ে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে নিলাম। গত আসরে নিলাম হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হবে ১৮তম আসরের নিলাম।
মেগা ও মিনি নিলামের পার্থক্য
প্রতি তিন বছর পর পর আইপিএলের মেগা নিলাম অনুষ্ঠিত হয়। ২০২৫ আসরকে সামনে রেখে এবার মেগা নিলাম অনুষ্ঠিত হবে। নিলামের নিয়ম অনুযায়ী প্রতিটি দল তাদের পছন্দের ৬ ক্রিকেটারকে ধরে রাখতে পারবে। আর বাকি ক্রিকেটারদের নিলাম থেকে নিতে হবে। অবশ্য মেগা নিলাম ও মিনি নিলামের প্রেক্ষাপট পুরোপুরি ভিন্ন। মিনি নিলামের আগে দলগুলোর তাদের ইচ্ছেমতো ক্রিকেটারদের ধরে রাখতে পারবে। মিনি নিলাম সাধারণত একদিনের হয়ে থাকে। অন্যদিকে, মেগা নিলামে বেশি সংখ্যক ক্রিকেটারকে নিলামে ডাকা হয় বিধায় সময়ও বেশি লাগে।
নিলামের চূড়ান্ত তালিকা
শুরুতে ১৫৭৪ জন ক্রিকেটার নিলামের জন্য নিবন্ধন করলেও চূড়ান্ত তালিকায় আছেন ৫৭৪ জন। চূড়ান্ত তালিকায় থাকা ক্রিকেটারদের মধ্যে আছেন ৩৬৬ ভারতীয় ও ২০৮ বিদেশী। এই তালিকায় আছেন ১২ জন বাংলাদেশি। জানা গেছে নিলাম থেকে সুযোগ পাবেন ২০৪ জন ক্রিকেটার।
এবারও কি থাকছে মারকুই সেট?
২০১৮ ও ২০২২ মেগা নিলামের মতো এবারও নিলামের শুরুতে দুটি মারকুই সেট থাকছে। প্রথম সেটে আছেন জস বাটলার, রিশাভ পন্থ, কাগিসো রাবাদা, আর্শদ্বীপ সিংহ ও মিচেল স্টার্কের মতো তারকা ক্রিকেটাররা। আর দ্বিতীয় সেটে থাকছে যুজবেন্দ্র চাহাল, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মিলার, কেএল রাহুল, মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজের মতো আইপিএল মাতানো তারকারা।
নিলামে যেসব ক্রিকেটারে চোখ থাকবে ফ্র্যাঞ্চাইজিদের
ভারতীয় তারকাদের মধ্যে ইশান কিষান, রবীচন্দ্রন অশ্বিন, হার্শাল প্যাটেল, খলিল আহমেদ, দীপক চাহার, ভেঙ্কটেশ আইয়ার, আবেশ খান, মুকেশ কুমার, ভুবেনেশ্বর কুমার, প্রসিদ কৃষ্ণা, টি নটরাজন, দেবদূত পাডিকেল, ক্রুনাল পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, শারদুল ঠাকুর, উমেশ যাদব ছাড়াও আরও অনেকে।
আর বিদেশীদের মধ্যে নজর থাকবে ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল, ফাল ডু প্লেসিস, ডেভন কনওয়ে, টিম ডেভিড, রাচীন রবীন্দ্র, কুইন্টন ডি কক, মার্কাস স্টোয়নিস, স্যাম কারান, জনি বেয়ারস্টো ছাড়াও আরও অনেকে।
নিলামের নিয়ম-কানুন
প্রথমত মারকুই তালিকায় থাকা প্লেয়ারদের ডাকা হবে। দুই সেটের সেই নিলামের প্রতিটি সেটে থাকবেন ৬ জন ক্রিকেটার। এরপর ডাকা হবে আন্তর্জাতিক ক্রিকেটে খেলা ক্রিকেটারদের। সেখানে ব্যাটার, অলরাউন্ডার, উইকেটরক্ষক ব্যাটার, ফাস্ট বোলার ও স্পিন বোলাররা সুযোগ পাবেন। কয়েকটি সেটের মাধ্যমে এই ক্যাটাগরির ক্রিকেটারদের নিলামে তোলা হবে। এভাবে চলার পর তালিকায় থাকা ১১৬ নম্বর পর্যন্ত ক্রিকেটারদের ডাকা হবে। এরপর ডাকা হবে ১১৭-৫৭৪ পর্যন্ত বাকি ক্রিকেটারদের নাম।
এখানে কিছুটা যদি-কিন্তু রয়েছে। তালিকায় থাকা ১১৬ নম্বর ক্রিকেটারকে ডাকার পর ফ্র্যাঞ্চাইজিগুলো অবিক্রিত ক্রিকেটারদের নাম জমা দেবেন। যাদের পরবর্তীতে দ্বিতীয় দিনে আবার ডাকা হবে। যদিও প্রথম দিনে ১১৬ নম্বর পর্যন্ত ক্রিকেটারদের ডাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সবই নির্ভর করছে সময়ের ওপর।
নিলামে কোন ফ্র্যাঞ্চাইজির পকেটে কত টাকা?
১পাঞ্জাব কিংস : কখনও আইপিএলের শিরোপা জিততে না পারা পাঞ্জাব কিংস এবারের নিলামে সবচেয়ে বেশি ১১০ কোটি ৫০ লক্ষ রুপি নিয়ে হাজির হবে। মূলত খেলোয়াড় রিটেনশনের ক্ষেত্রে সবচেয়ে নাজুক অবস্থায় তারা। অন্যান্য দলগুলো তারকা সব ক্রিকেটারদের রিটেনশন পদ্ধতিতে দলে নিলেও সেখানে মাত্র দুইজনকে নিয়েছে পাঞ্জাব। তাদের কেউই তারকা ক্রিকেটার নন। তারা হলে শশাঙ্ক সিংহ ও প্রভসিমরান সিংহ। যাদের কিনতে দলটির খরচ হয়েছে মাত্র সাড়ে ৯ কোটি রুপি।
২.রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু : আইপিএলের সবচেয়ে জনপ্রিয় দল ধরা হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। মূলত কিংবদন্তি ব্যাটার বিরাট কোহলি থাকায় দলটির জনপ্রিয়তা আকাশচুম্বী। এবারের নিলামে বড় অঙ্কের অর্থ নিয়ে হাজির হবে আরসিবিও। রিটেনশনের সময় তারা দলে ভিড়িয়েছে বিরাট কোহলি, রজত পাতিদার ও ইয়াশ দয়ালকে। এদের কিনতে মোট খরচ হয়েছে ৩৭ কোটি রুপি। এখনও ফ্র্যাঞ্চাইজিটির পকেটে আছে ৮৩ কোটি রুপি।
৩.দিল্লি ক্যাপিটালস : নিলামের টেবিলে ৭৩ কোটি রুপি নিয়ে হাজির হবে দিল্লি। চার ক্রিকেটারকে রিটেনশন করেছে তারা। এতে খরচ হয়েছে মোট ৪৭ কোটি রুপি। সেই হিসেবে নিলাম থেকে বড় কোনো তারকাকে ভেড়াতে প্রস্তুত দলটি। কখনও শিরোপা জিততে না পারা দলটির জন্য ভারসাম্যপূর্ণ দল গড়াই হবে বড় চ্যালেঞ্জ। দলটিতে আছেন অক্ষর প্যাটেল, কুলদ্বীপ যাদব, ত্রিস্টান স্টাবস ও অভিষেক পোরেল।
৪.গুজরাট টাইটান্স : আইপিএলের অন্যতম সেরা ফ্র্যাঞ্চাইজি গুজরাট এবারও শক্তিশালী দল গড়তে মরিয়া। নিলামের আগে তারা পাঁচ ক্রিকেটারকে রিটেন করেছে। এতে মোট ব্যয় হয়েছে ৫১ কোটি রুপি। অবশিষ্ঠ আছে ৬৯ কোটি রুপি। অবশ্য এত টাকা খরচ করলেও অভিজ্ঞ রশিদ-গিলকে ঠিকই ধরে রেখেছে দলটি। এই দুইজন ছাড়াও আছেন সাই সুদর্শন, রাহুল তেওয়াটিয়া ও শাহরুখ খানের মতো ক্রিকেটাররা।
৫.লখনৌ সুপার জায়ান্টস : ২০২৪ আইপিএলে মাঠের বাইরের নানা কর্মকান্ডে বেশ বিতর্কিত হয়েছিল লখনৌ সুপার জায়ান্টস। এবার নিলামের আগে তারাও গুজরাটের মতো পাঁচ ক্রিকেটারকে ধরে রেখেছে। এতে খরচ হয়েছে ৫১ কোটি রুপি। হাতে আছে ৬৯ কোটি রুপি। দলটিতে আছেন নিকোলাস পুরান, রবি বিষ্ণুই, মায়াঙ্ক যাদব, মহসিন খান ও আয়ুশ বাদোনি।
৬.চেন্নাই সুপার কিংস : আইপিএলের পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই এবারও শক্তিশালী দল গড়ার পথে। দলটি রিটেন করেছে রুতুরাজ গায়কোয়াড়, মাথিশা পাথিরানা, শিবাম দুবে, রবীন্দ্র জাদেজা ও এমএস ধোনিকে। এতে তাদের খরচ হয়েছে মোট ৬৫ কোটি রুপি। অবশিষ্ঠ আছে ৫৫ কোটি রুপি। দেখার বিষয় গত আসরে দলটিতে দারুণ খেলা বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে এবার তারা ডেরায় ভেড়ায় কিনা।
৭.কলকাতা নাইট রাইডার্স : আইপিএলের গত আসরের চ্যাম্পিয়নস কলকাতা নাইট রাইডার্স ফের একবার চমক দিতে মরিয়া। গত আসরের দলটিতে খেলেছিলেন অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক। যদিও এবার তাকে রিটেন করেনি দলটি। তারা ৬ জন প্লেয়ারকে নিলামের আগেই রিটেইন করেছে। তারা হলেন রিঙ্কু সিংহ, বরুণ চক্রবর্তী, সুনিল নারিন, আন্দ্রে রাসেল, হারশিত রানা ও রামানদ্বীপ সিংহ। এতে তাদের ব্যয় হয়েছে ৬৯ কোটি রুপি। হাতে আছে ৫১ কোটি রুপি।
৮.সানরাইজার্স হায়দরাবাদ : আইপিএলের গত আসরের রানার্সআপ হায়দরাবাদ এবারও চমক দেওয়ার অপেক্ষায়। ২০২৪ সালে দারুণ ছন্দে থাকা দুই অসি ক্রিকেটার প্যাট কামিন্স ও ট্রাভিস হেডকে ধরে রেখেছে তারা। পাশাপাশি আছে হেনরিখ ক্লাসেনের মতো বিধ্বংসী ব্যাটারও। এছাড়াও দেশিদের মধ্যে অভিষেক শর্মা ও নিতীশ কুমার রেড্ডিরাও দ্যুতি ছড়াতে প্রস্তুত। এই পাঁচ ক্রিকেটারকে কিনতে খরচ হয়েছে ৭৫ কোটি রুপি। অবশিষ্ঠ আছে ৪৫ কোটি রুপি।
৯.মুম্বাই ইন্ডিয়ান্স : আইপিএলের অন্যতম সেরা দল মুম্বাই ইন্ডিয়ান্সও ভারসাম্যপূর্ণ দল গড়তে মরিয়া। তারা ধরে রেখেছে পাঁচ ক্রিকেটারকে। তারা হলেন জাসপ্রিত বুমরাহ, হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব, রোহিত শর্মা ও তিলক ভার্মা। এই পাঁচজনকে কিনতে খরচ হয়েছে ৭৫ কোটি রুপি। হাতে আছে ৪৫ কোটি রুপি। নিলামে তাই কম দামী প্লেয়ারদের দিকেই নজর থাকবে ফ্র্যাঞ্চাইজিটির।
১০.রাজস্থান রয়্যালস : আইপিএলের প্রথম আসরের চ্যাম্পিয়ন রাজস্থান এবার সবচেয়ে কম অর্থ নিয়ে নিলামের টেবিলে বসছে। তাদের হাতে আছে ৪১ কোটি রুপি। কলকাতার মতো ছয় ক্রিকেটারকে ধরে রেখেছে তারা। এই ক্রিকেটারদের কিনতে তাদের খরচ হয়েছে ৭৯ কোটি রুপি। তারা হলেন-সানজু স্যামসন, যশস্বী জয়সওয়াল, রায়ান পরাগ, ধ্রুব জুরেল, শিমরন হেটমায়ার, সন্দীপ শর্মা। তাই নিলামের টেবিলে বেশি হিসেব করেই খেলোয়াড় কিনতে হবে তাদের।
কতজন খেলোয়াড়কে কিনতে পারবে দলগুলো:
প্রতিটি দল সর্বোচ্চ ২৫ জন ক্রিকেটারকে নিয়ে স্কোয়াড গড়তে পারবে। আর সর্বনিন্ম ১৮ সদস্য থাকতেই হবে। যেহেতু দশটি দল রয়েছে, সেই হিসেবে ২৫০ ক্রিকেটার সুযোগ পাবেন দলগুলোতে। ৪৬ জন ক্রিকেটারকে আগেই রিটেন করেছে দলগুলো, সেই হিসেবে জায়গা ফাঁকা আছে মাত্র ২০৪টি। আর যেগুলো নিলামে পরিপূর্ণ করবে ফ্র্যাঞ্চাইজিগুলো। প্রতিটি দল সর্বোচ্চ ৮ জন বিদেশি ক্রিকেটারকে নিতে পারবে। সেই হিসেবে এখনও ৭০ জন প্লেয়ার নিলামে দল পাবেন।