জয়সওয়াল-রাহুলের ব্যাটে পার্থে চালকের আসনে ভারত
পার্থে প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট হয়ে সমর্থকদের বেশ হতাশ করেছিল ভারত। তবে, বুমরাহর পেস তাণ্ডবে ম্যাচে ফিরতে সময় লাগেনি সফরকারীদের। ১০৪ রানে অস্ট্রেলিয়াকে গুটিয়ে দ্বিতীয় ইনিংসে যশস্বী জয়সওয়াল-কেএল রাহুলের ব্যাটে চালকের আসনে গৌতম গম্ভীর শিষ্যরা।
আজ শনিবার (২৩ নভেম্বর) দ্বিতীয় দিনের খেলা শেষে বড় লিডের পথে ভারত। দ্বিতীয় ইনিংসে ১০ উইকেট হাতে রেখে ২১৮ রানে এগিয়ে গেছে তারা। বিনা উইকেটে ১৭২ রান তুলে দিন শেষ করেছে। জয়সওয়াল ১৯৩ বলে ৯০ ও রাহুল ১৫৩ বলে ৬২ রান নিয়ে অপরাজিত আছেন।
ভারতের চেয়ে ৮৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিনে নেমেই ফেরেন অস্ট্রেলিয়ার শেষ স্বীকৃত ব্যাটার আলেক্স ক্যারি। তাকে উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে পঞ্চম উইকেট শিকার করেন বুমরাহ। হারশিত এরপর দ্রুতই তুলে নেন ন্যাথান লায়নকে। ৭৯ রানে ৯ উইকেট হারিয়ে একশোর নিচে থামার দিকে ছিল অজিরা।
এরপর প্রতিরোধ গড়েন স্টার্ক। জস হ্যাজেলউডকে আরেক পাশে রেখে যোগ করেন ২৫ রান। তাদের দশম উইকেট জুটিতে একশো পেরিয়ে যায় অস্ট্রেলিয়া। স্বাগতিক দলকে গুঁড়িয়ে ৩০ রানে ৫ উইকেট নিয়েছেন এই ম্যাচে ভারতের অধিনায়ক জাসপ্রিত বুমরাহ। অভিষিক্ত হারশিত রানা ৪৮ রানে পেয়েছেন ৩ উইকেট।
এরপর ৪৬ রানের লিড নিয়ে ব্যাটিংয়ে নামেন দুই ওপেনার জয়সওয়াল ও রাহুল। কোনো ঝুঁকি না নিয়ে দারুণ ব্যাটিং করেন তারা। দুজন মিলেই গড়ে ফেলেছেন অবিচ্ছিন্ন ১৭২ রানের জুটি। ১৯৮৬ সালের পর এই প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের দুই ওপেনারই পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেললেন।