বিকেলে শুরু আইপিএলের মেগা নিলাম
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/11/24/ipl_mega_auction.jpg)
ক্রিকেট দুনিয়ার সবচেয়ে ব্যয়বহুল টুর্নামেন্ট আইপিএল। ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টটির বিস্তৃতি এখন গোটা বিশ্বে। ২০২৫ সালে বসবে আইপিএলের ১৮তম আসর। এর আগে আজ রোববার (২৪ নভেম্বর) শুরু হবে মেগা নিলাম। দুই দিনব্যাপী নিলামের প্রথমদিন আজ। অনুষ্ঠান শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।
নিলাম প্রতিবছর অনুষ্ঠিত হলেও মেগা নিলাম হয় তিন বছর পর পর। এবারের নিলাম অনুষ্ঠান চলবে ২৪ ও ২৫ নভেম্বর। সৌদি আরবের জেদ্দায় আয়োজিত হবে এটি। অংশ নেবে আইপিএলের ১০টি ফ্র্যাঞ্চাইজি। এবারের মেগা নিলামের আগে সর্বোচ্চ ছয়জন পুরোনো খেলোয়াড় ধরে রাখার সুযোগ দেওয়া হয়েছিল দলগুলোকে।
সবমিলিয়ে দলগুলো সর্বোচ্চ ২৫ ও সর্বনিম্ন ১৮ জনের স্কোয়াড তৈরি করতে পারবে। শুরুতে এবারের নিলামের জন্য নিবন্ধন করেছিলেন ১৫৭৪ জন খেলোয়াড়। তবে ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহের ভিত্তিতে শেষ পর্যন্ত ৫৭৪ জন খেলোয়াড় নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন। যার মধ্যে আছে ১২ বাংলাদেশি। দেখার বিষয় এবারের নিলামে ডাক পান কোন ক্রিকেটার।
২০২৫ আইপিএল আগামী ১৪ মার্চ শুরু হয়ে ফাইনাল অনুষ্ঠিত হবে ২৫ মে। আইপিএল কর্তৃপক্ষ ফ্র্যাঞ্চাইজিগুলোকে জানিয়েছে, অধিকাংশ আইসিসি পূর্ণ সদস্য দেশের খেলোয়াড়েরা পরবর্তী তিন বছর আইপিএলে খেলার বিষয়ে নিজ দেশের বোর্ড থেকে সম্মতি পেয়েছেন। তবে, এর মধ্যে যথারীতি নেই পাকিস্তানের কোনো ক্রিকেটার।