অস্ট্রেলিয়াকে পাত্তা না দিয়ে এগিয়ে গেল ভারত
পার্থ টেস্টে ভারতের প্রথম ইনিংস দেখে কেউ ভাবতে পেরেছিল—এই ম্যাচে ফল বের করবে তারা? সেটিই করেছে কোহলি-রাহুলরা। বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে তাদের মাঠেই হারাল ভারত। পার্থ স্টেডিয়ামে ম্যাচের চতুর্থ দিনে আজ সোমবার (২৫ নভেম্বর) ফল বের করেছে ভারত। অসিদের হারিয়েছে ২৯৫ রানের বিশাল ব্যবধানে। সিরিজে ভারত এগিয়ে গেছে ১-০ ব্যবধানে।
বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম ম্যাচের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার বোলিং তোপে মাত্র ১৫০ রানে অলআউট হয় ভারত। পার্থ টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে ব্যর্থতা বল হাতে পুষিয়ে দেয় সফরকারীরা। স্বাগতিক অস্ট্রেলিয়াকে থামায় ১০৪ রানে। ৪৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করা ভারত চাপে রানের পাহাড়ে। ছয় উইকেটে ৪৮৭ রানে ঘোষণা করে দ্বিতীয় ইনিংস। অসিদের সামনে লক্ষ্য দাঁড়ায় ৫৩৪ রানের। জবাবে ২৩৮ রানে অলআউট হয় তারা।
বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়ার ব্যাটাররা শুরু থেকেই দিশেহারা হয়ে পড়েন। তৃতীয় দিনের শেষ বিকেলে ১২ রানে তিন উইকেট হারানো অসিরা স্কোরবোর্ডে ১৭ রান তুলতেই হারায় চার উইকেট। সেখান থেকে অস্ট্রেলিয়াকে টেনে তোলার চেষ্টা করেন ট্রাভিস হেড-মিচেল মার্শরা। তবে, হেডের ১০১ বলে ৮৯ রান এবং মার্শের ৬৭ বলে ৪৭ রান কেবল হারের ব্যবধান কমিয়েছে। অসিদের পক্ষে তৃতীয় সর্বোচ্চ ৩৬ রান আসে অ্যালেক্স ক্যারির ব্যাট থেকে।
দ্বিতীয় ইনিংসে ভারতের পক্ষে তিনটি করে উইকেট নেন জাসপ্রীত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।
এর আগে দ্বিতীয় ইনিংসে ভারতের পক্ষে সেঞ্চুরি করেন যশস্বী জাইসওয়াল ও বিরাট কোহলি। জাইসওয়াল ১৬১ ও কোহলি করেন অপরাজিত ১০০ রান।