সাবেক সতীর্থকে কোচ হিসেবে পেলেন মেসি
যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির দায়িত্ব যে নেবেন সাবেক আর্জেন্টাইন ফুটবলার হাভিয়ের মাশ্চেরানো, তা ছিল অনেকটাই অনুমিত। বাকি ছিল আনুষ্ঠানিক ঘোষণার। জাতীয় দলের এই দীর্ঘদিনের সতীর্থকে এবার কোচ হিসেবে পেলেন লিওনেল মেসি। ২০২৭ সাল পর্যন্ত ফ্লোরিডার ক্লাবটির ডাগআউট সামলাবেন ৪০ বছর বয়সী মাশ্চেরানো।
আজ বুধবার (২৭ নভেম্বর) এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ইন্টার মায়ামি। এর আগে দলটির দায়িত্বে ছিলেন টাটা মার্টিনো। যিনি ব্যক্তিগত কারণে কদিন আগেই দলটির দায়িত্ব ছেড়ে দেন। এরপর থেকে নতুন কোচের খোঁজে মায়ামি। মাশ্চেরানো ছাড়াও কোচের হওয়ার দৌড়ে ছিলেন আরও কয়েকজন।
কোচ হিসেবে মাশ্চেরানোর অভিজ্ঞতা একেবারে কম নয়। আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলকে কোচিং করিয়েছেন। তার অধীনে বয়সভিত্তিক দলটি প্যারিস অলিম্পিকে জায়গা করে নেয়। বয়সভিত্তিক দলকে শিরোপাও জিতিয়েছেন তিনি। ২০০৩ থেকে ২০১৮ পর্যন্ত আর্জেন্টিনার জার্সিতে খেলেছেন মাশ্চেরানো। বার্সার মেসি-সুয়ারেজদের সতীর্থ হওয়ার আগে লিভারপুল ছিলেন তিন মৌসুম।
দায়িত্ব পেয়ে মাশ্চেরানো বলেন, ‘মায়ামির কোচ হওয়াটা আমার জন্য সম্মানের। আমি ক্লাবটিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে মুখিয়ে আছি। সমর্থকদের উপহার দিতে চাই অবিস্মরণীয় মুহূর্ত।’
খেলোয়াড়ি জীবনে বার্সেলোনা ছাড়াও লিভারপুল ও আরেক ইংলিশ ক্লাব ওয়েস্ট হ্যামের হয়েও খেলেছেন মাশ্চেরানো। তবে সেরা সময়টা কাটিয়েছেন বার্সেলোনাতেই। সে সময় মেসি ছাড়াও সেখানে সুয়ারেজের সঙ্গে লম্বা সময় খেলার অভিজ্ঞতা ছিল তার। আর এই দুইজনই বর্তমানে মায়ামির হয়ে মাঠ মাতাচ্ছেন।
উল্লেখ্য, সাবেক কোচ টাটা মার্টিনোর অধীনে মায়ামি ২০২৩ সালে লিগস কাপ ঘরে তোলে, যা যুক্তরাষ্ট্রে মেসি ও ক্লাব মায়ামির প্রথম শিরোপা। এরপর ২০২৪ মৌসুমে মায়ামি ইস্টার্ন কনফারেন্সে উজ্জ্বল পারফরম্যান্স দেখিয়ে সাপোর্টারস শিল্ড জেতে, সর্বোচ্চ পয়েন্টের রেকর্ড গড়ে এবং ২০২৫ ক্লাব বিশ্বকাপেও জায়গা করে নেয়।