আইসিসির চেয়ারম্যান হিসেবে জয় শাহর আনুষ্ঠানিক যাত্রা শুরু
বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সংস্থাটির নতুন চেয়ারম্যান হিসেবে যাত্রা শুরু করেছেন জয় শাহ। আজ রোববার (১ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে আইসিসির নতুন প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। মাত্র ৩৬ বছর বয়সে দায়িত্ব নিয়ে ইতিহাস গড়লেন ক্রিকেটের নতুন অভিভাবক। আইসিসির ইতিহাসে জয় শাহ সবচেয়ে কম বয়সী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করা জয় শাহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির প্রধান নির্বাচিত হন। ভারত থেকে পঞ্চম ব্যক্তি হিসেবে ক্রিকেটের সর্বোচ্চ পদে আসীন হয়েছেন জয় শাহ। নতুন দায়িত্ব পাওয়ায় বিসিসিআইয়ের সাধারণ সম্পাদকের পদ ছাড়তে হয়েছে তাকে।
ক্রিকেট সংগঠক হিসেবে জয় শাহর পথচলা দীর্ঘ দিনের। ২০০৯ সালে গুজরাটে ক্রিকেট সংগঠক হিসেবে ক্যারিয়ার শুরু করেন। বিসিসিআইয়ের সেক্রেটারি হিসেবে ছিলেন ২০১৯ সাল থেকে। ২০২২ সালে এ পদে পুণরায় নির্বাচিত হন তিনি। ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন।
আইসিসির চেয়ারম্যান হয়ে জয় শাহ বলেন, ‘আইসিসির চেয়ারম্যান হতে পেরে আমি খুব খুশি। বিশ্ব জড়ে ক্রিকেটের উন্নতির জন্য আমি ও আমার দল কাজ করব। আমরা এমন একটা সময়ে দাঁড়িয়ে আছি, যেখানে ক্রিকেটের বিভিন্ন ফরম্যাটের মধ্যে একটি ভারসাম্য প্রয়োজন। সেই সঙ্গে ক্রিকেটে নতুন নতুন প্রযুক্তিও আসছে। ক্রিকেটের বাজার বাড়ছে। এই পরিস্থিতিতে ক্রিকেটকে আরও ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কাজ করব আমরা।’