দলের চাওয়া মেটাতে পেরে খুশি তাইজুল
বাংলাদেশ ক্রিকেট দলের সাম্প্রতিক ফর্ম ছিল যাচ্ছেতাই। টেস্টে মাঠে নামা মানেই হার, এটিই যেন হয়েছিল নিয়ম। টানা পাঁচ হারের পর অবশেষে জয়ের মুখ দেখেছে লাল-সবুজের প্রতিনিধিরা। সাদা পোশাকে ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাঠে হারিয়ে দুই টেস্টের সিরিজ শেষ করেছে ১-১ সমতায়।
এই ম্যাচে জয়ের পেছনে তাইজুল ইসলামের ভূমিকা অনবদ্য। বাংলাদেশ দলের অন্যতম সেরা স্পিনার তাইজুল বর্তমানে স্পিনে দলের প্রাণভোমরা। তার কাছে দলের বাড়তি চাওয়া থাকে। প্রয়োজনের সময় সেটি মেটাতে সক্ষম হয়েছেন তিনি। দ্বিতীয় ইনিংসে ৫০ রানে পাঁচ উইকেট শিকার করে একাই ধসিয়ে দেন ক্যারিবীয় ব্যাটিং লাইন আপ।
ম্যাচ শেষে আজ বুধবার (৪ ডিসেম্বর) বিসিবির দেওয়া এক ভিডিওবার্তায় নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন তাইজুল। জয়টি বাংলাদেশের কাছে কতটা বিশেষ, তা জানানোর পাশাপাশি নিজের বোলিং নিয়ে সন্তুষ্টির কথা বলেন তিনি। বাঁহাতি এই স্পিনার প্রয়োজনের সময় দলের চাওয়া মেটাতে পেরে বেশ খুশি।
ম্যাচ সেরা তাইজুল বলেন, ‘আমার বোলিং নিয়ে আমি সন্তুষ্ট। আমার কাছে দল যেভাবে চেয়েছে সেভাবে দিতে পেরেছি। চতুর্থ ইনিংসে যখন বল করতে আসি, আমার কাছে দলের বড় একটা চাওয়া ছিল। আমি সেখানে সফল হতে পেরেছি। আমি অনেক ভালো অনুভব করছি। আমাদের দলের জন্য এটি অনেক বড় পাওয়া। জয়ের জন্য সবার চেষ্টার ব্যাপারটি অসাধারণ।’