মেসির হাতে বর্ষসেরার পুরস্কার
ইন্টার মায়ামির বদলে যাওয়ার সবচেয়ে বড় রূপকার লিওনেল মেসি। জরাজীর্ণ এক ক্লাবকে কেবল ওপরের দিকেই তোলেননি, ক্ষুদে জাদুকরের ছোঁয়ায় শিরোপার স্বাদ পেয়েছে মায়ামি। বিশ্ব ফুটবলে মায়ামিকে এখন সবাই চেনে মেসির কল্যাণেই।
মেসি যেমন মার্কিন ক্লাবটিকে দুহাত ভরে দিচ্ছেন, মায়ামিও দিচ্ছে প্রতিদান। এবার যেমন মেজর লিগ সকারের (এমএলএস) বর্ষসেরা ফুটবলারের সম্মাননা পেলেন আর্জেন্টাইন অধিনায়ক। এর আগে মায়ামির বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছিলেন মেসি।
মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের সম্মাননা দেওয়া উপলক্ষে আজ শনিবার (৭ ডিসেম্বর) এক অনুষ্ঠানের আয়োজন করে ক্লাব কর্তৃপক্ষ। আয়োজনে মেসির সঙ্গে মায়ামির একাডেমির ক্ষুদে ফুটবলাররা ছিলেন। তারা মিলে এমভিপি লেখা মানব পোস্টার তৈরি করেন। বাচ্চাদের সঙ্গে মেসিরও কাটে দুরন্ত এক সময়। স্বীকৃতি ও সম্মান নিয়ে নিজেকে আরও একবার মেসি নিয়ে গেলেন অনন্য উচ্চতায়।
এদিকে, ৩৭ বছর বয়সী মেসিকে তাই আরও সময় নিজেদের দলে চায় মায়ামি কর্তৃপক্ষ।
বর্তমানে মায়ামির সঙ্গে আড়াই বছরের চুক্তি মেসির। যা শেষ হবে ২০২৫ সালে। ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম এএসের মতে, ক্লাব অধিনায়কের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে চায় মায়ামি। প্রাথমিকভাবে সেটি বাড়িয়ে ২০২৬ পর্যন্ত করতে চায় তারা। অর্থাৎ, চুক্তির মেয়াদ বাড়বে এক বছর।
সম্প্রতি ইন্টার মায়ামির কোচ হিসেবে যোগ দিয়েছেন হাভিয়ের মাশ্চেরানো। সাবেক আর্জেন্টিনা ও বার্সেলোনা তারকা মাশ্চেরানো লম্বা সময় ছিলেন মেসির সতীর্থ। ২০২৭ সাল পর্যন্ত ক্লাবটির ডাগআউটে থাকবেন মাশ্চেরানো। ধারণা করা হচ্ছে, মেসিকে রেখে দেওয়ার বিষয়টিতে মাশ্চেরানোর ইচ্ছে আছে।