টানা দুই হারে সিরিজ হাতছাড়া বাংলাদেশের
প্রথম টি-টোয়েন্টিতে তবুও লড়াই করেছিল বাংলাদেশ নারী দল। শেষ দিকে নিজেদের ভুলে তীরে গিয়ে ডুবেছিল তরী। দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ শনিবার (৭ ডিসেম্বর) আয়ারল্যান্ডের সঙ্গে কোনো লড়াই জমাতে পারেনি বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতায় হেরেছে ৪৭ রানে।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আগে ব্যাট করে পাঁচ উইকেটে ১৩৪ রান তোলে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। জবাবে বাংলাদেশ নারী ক্রিকেট দল ১৭.১ ওভারে অলআউট হয় ৮৭ রানে।
১৩৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ শুরু থেকেই পড়ে বিপর্যয়ে। স্কোরবোর্ডের ২২ রান তুলতে নেই চার উইকেট। টপ অর্ডারের ব্যর্থতায় পিছিয়ে পড়া বাংলাদেশ এরপর আর ম্যাচে ফিরতে পারেনি। দলের আট ব্যাটারই সাজঘরে ফেরেন দুই অঙ্কের রান স্পর্শ করার আগে।
বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করেন শারমিন আক্তার সুপ্তা। তবে, সেজন্য তিনি খেলেন ৪৩ বল। পুরো ইনিংসে চার মারেন মোটে একটি। দ্বিতীয় সর্বোচ্চ ২১ বলে ২০ রান আসে স্বর্ণার ব্যাট থেকে।
আয়ারল্যান্ডের পক্ষে ১৩ রানে তিন উইকেট নেন অরলা প্রিন্ডারগাস্ট। দুটি করে উইকেট পান আরলিন কেলি ও লরা ডিলানি।
এই হারে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ২-০ তে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। ৯ ডিসেম্বর সিরিজের শেষ ম্যাচটি স্বাগতিকদের জন্য মান বাঁচানোর।
সংক্ষিপ্ত স্কোর
আয়ারল্যান্ড : ২০ ওভারে ১৩৪/৫ (অ্যামি ২৩, গ্যাবি ১৪, অরলা ৩২, পল ১৬, লরা ৩৫, সারাহ ৪* রেবেকা ৯*; জাহানারা ৪-০-২৫-১, সানজিদা ৪-০-২৭-০, জান্নাতুল ৪-১-২৯-১, নাহিদা ৪-০-২০-২, ফাহিমা ৪-০-৩২-১)
বাংলাদেশ : ১৭.১ ওভারে ৮৭/১০ (দিলারা ১০, মুসতারি ১, জ্যোতি ৬, সুপ্তা ৩৮, তাজ ২, স্বর্ণা ২০, ফাহিমা ৫, জাহানারা ১, জান্নাতুল ২, নাহিদা ০, সানজিদা ০*; ফ্রেয়া ৪-০-২১-০, অরলা ৩.১-০-১৩-৩, কেলি ৩-০-১০-২, অ্যালানা ২-০-১৪-১, লরা ৩-০-১৬-২, অ্যামি ২-০-১৩-০)
ফল : আয়ারল্যান্ড ৪৭ রানে জয়ী।